Cristiano Ronaldo: ‘অনুশোচনার সময় নেই’, কোন শিক্ষার কথা মনে করতে চাইলেন রোনাল্ডো?

।। প্রথম কলকাতা ।।

Cristiano Ronaldo: ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) বিতর্কিত অধ্যায় ভুলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে দ্বিতীয়বার ম্যান ইউতে ফিরেও ছাড়তে হয়েছে প্রিয় ক্লাব। সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন জীবন। জাতীয় দলের হয়ে ইউরো বাছাইপর্বের লড়াইয়ে মাঠে নামার আগে অকপট পর্তুগিজ সুপারস্টার। চলতি মরসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের আগে থেকেই ঝড় বয়ে যায় তার কেরিয়ারে। দ্বিতীয়বার ওল্ড ট্রাফোর্ডে ফিরলেও সেটাও খুব একটা সুখকর হয়নি।

রেড ডেভিলদের জার্সিতে সেইভাবে ছাপ ফেলতে পারেননি রোনাল্ডো। ২০২১-২০২২ মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। কোচ হিসেবে নিযুক্ত হন এরিক টেন হ্যাগ। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পরই একের পর এক ম্যাচে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয় পর্তুগিজ সুপারস্টারকে। এরপর ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকার দেন রোনাল্ডো। সাক্ষাৎকারে ক্লাব কর্তৃপক্ষ ও কোচের ক্ষোভ উগড়ে দেন তিনি।

প্রকাশ্যে ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া একেবারেই ভালোভাবে নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যান ইউ। বিশ্বকাপের মাঝেই ক্লাবহীন হয়ে পড়েন রোনাল্ডো। এখানেই শেষ নয়। জাতীয় দলেও অবজ্ঞার শিকার হয়েছেন পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী তারকা। একের পর এক ম্যাচে রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রেখে ফার্নান্দো স্যান্টোসের নিন্দায় মুখর হয়েছিল ফুটবলবিশ্ব। স্যান্টোসের ভুল সিদ্ধান্তেই মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর পর্তুগাল।

তবে সেইসব এখন অতীত। আরবিয়ান ক্লাব আল নাসেরে চুটিয়ে খেলছেন রোনাল্ডো। রোনাল্ডোর জাতীয় দলের কোচ হয়ে এসেছেন রবার্তো মার্টিনেজ। ডাক পেয়েছেন জাতীয় দলে। মার্টিনেজের হাত আবারও একবার নতুনভাবে শুরু করতে চলেছেন পর্তুগিজ তারকা।

এদিন রোনাল্ডো সাংবাদিক সম্মেলনে বলেন, “মাঝে মাঝে, কে আপনার পাশে আছে তা দেখতে আপনাকে কিছু জিনিসের মধ্য দিয়ে যেতে হবে। আমার বলতে কোন সমস্যা নেই, আমার ক্যারিয়ার খারাপ ছিল, কিন্তু অনুশোচনার সময় নেই। জীবন বয়ে চলে এবং ভাল করুক বা না করুক, এটা আমার বৃদ্ধির অংশ ছিল।”

তিনি আরও বলেন, “আমরা যখন পাহাড়ের চূড়ায় থাকি, তখন আমরা প্রায়ই দেখতে পাই না যে নীচে কি আছে। এখন আমি আরও প্রস্তুত এবং শেখাটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ গত কয়েক মাসের মতো আমি কখনও এর মধ্য দিয়ে যাইনি। এখন আমি একজন ভালো মানুষ।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version