।। প্রথম কলকাতা ।।
Mehazabien Chowdhury: বর্তমানে সবাই সেরা হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে। সমাজের চোখে সেরা হওয়ার জন্য সকলেই নিজের নিজের মতোন করে চেষ্টা করছেন। এদিকে মেহজাবিনের কথায়, ‘সমাজের চোখে সেরা হওয়ার জন্য নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোন না কোন দিক থেকে আলাদা। আর তাই অন্যের কাছে সেরা হওয়ার চেষ্টা না করে, আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। যা আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে’।
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ঢাকাই ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী। যেখানে সমাজে নারীদেরকে কত কিছু শুনতে হয় তারই ব্যাখ্যা দিয়েছেন নায়িকা। এমন একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে সেই সমস্ত কথা বলতে শোনা গিয়েছে যা, একটি মেয়েকে প্রায় সময়ই সমাজের নানা স্তরের মানুষের কাছ থেকে শুনতে হয়। সে ওয়র্কিং ওমেন হোক বা হাউসওয়াইফ, সে ইন্ট্রোভার্ট হোক বা এক্সট্রোভার্ট। অভিনেত্রীর কথায়, ‘পারফেক্ট বলে কিছু হয় না। আমরা সবাই অনন্য’।
তাঁর শেয়ার করা ভিডিওয় কেউ মন্তব্য করেছেন, ‘বিরাট সফলতা হোক বা না হোক খোটা শুনতে না হয়, তেমন কিছু একটা করে বাঁচতে বাঁচতে মরে যেতে হবে’। কেউ আবার অভিনেত্রীর ভিডিওর প্রশংসা করেছেন। কারোর বক্তব্য, ‘কথাগুলো অনেক সুন্দর ছিল। পারফেক্ট বলে কোনও কিছু হয় না। আর না কাউকে পারফেক্ট বানানো সম্ভব’। কেউ বলেছেন, ‘খুব সত্যি কথা। নারী-পুরুষ কেউই পারফেক্ট না। এক কথায় গড় মিল বা জোড়া তাপ্পি দিয়েই পথ চলার কি’। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রায় সময় তাঁকে নিয়ে চর্চা হয়ে থাকে সংবাদমাধ্যমে। সম্প্রতি এসেছিলেন কলকাতায়। কলকাতা এসে উত্তর কলকাতার কুমারটুলি ঘুরে গিয়েছেন তিনি। যা তাঁর শেয়ার করা ছবিতে প্রকাশ পেয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই ফেলেছে। যদিও কেউ আবার সেই ছবি নিয়ে তাঁকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। কিন্তু কেউ কেউ আবার তাঁর ছবি ভালোবাসায় ভরিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম