Ishaa Saha: সিঙ্গল না রয়েছে কোনও মনের মানুষ! ইশার জীবনে প্রেমের ব্যাখ্যাটা ঠিক কী রকম?

।। প্রথম কলকাতা ।।

Ishaa Saha: টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রীদের মধ্যে নাম আসে তাঁর। আইনের ছাত্রী এখন বড় পর্দার জনপ্রিয় হিরোইন। ধারাবাহিক দিয়ে বিনোদনের দুনিয়ায় পা রেখেছিলেন। তখনও হয়তো ভাবেননি যে ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়িকাদের তালিকায় নাম আসবে তাঁর। গুপ্তধন খুঁজতে খুঁজতে ইন্ডাস্ট্রি একটি রত্ন খুঁজে পেয়েছে ইশা সাহার (Ishaa Saha) মধ্যে। ‘কাছের মানুষ’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর পর আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন ছবি ‘মিথ্যে প্রেমের গান’। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও অর্জুন চক্রবর্তীর (Arjun Chakrabarty) সঙ্গে দেখা যাবে তাঁকে।

ছবিটি সঙ্গীত নির্ভর, তাই এতে প্রায় ১১টির কাছাকাছি গান রয়েছে। ছবিতে সাংবাদিকের চরিত্রে ধরা দেবেন ইশা। অনিবার্ণ ও অর্জুনকে যথাক্রমে সঙ্গীতশিল্পী ও একজন ক্লাসিক্যাল সিঙ্গারের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার দেখে এইটুকুনি বোঝা যাচ্ছে যে, ত্রিকোণ প্রেমের কাহিনী বলবে ছবি। আর এই প্রেম প্রসঙ্গে অভিনেত্রীর ব্যাখ্যা, ‘প্রেম একটি পবিত্র অনুভূতি। মানুষ বদলে যাক, কিংবা পরিস্থিতি পাল্টে যাক, প্রেম চিরতরে থেকে যায়’। তাঁর কথায়, প্রেম বা ভালোবাসা মানে একজন মানুষের অন্য আর একজন মানুষের প্রতি সেই অনুভূতি থাকবে, এমন নয়। যে কোনও জিনিসের প্রতি ভালবাসা জন্মাতে পারে। কেউ গানকে ভালোবেসে থাকেন, কেউ প্রকৃতিকে ভালোবাসেন। আর সেক্ষেত্রে দেখতে গেলে প্রেম, ভালোবাসা বা ভালোলাগা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। তা ইশার জীবনের প্রেমটা কীরকম? কোনও মনের মানুষ আছে কি?

‘নিউজ 18 বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রী জানিয়েছেন, তাঁর প্রেম নিয়ে যতই গুঞ্জন-গুজব শোনা যাক না কেন, তিনি সিঙ্গল। যদি কারোর সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে সেটা একান্তই ব্যক্তিগত রাখবেন। তাঁর বক্তব্য, ‘সেলিব্রিটি হলেই যে সবাইকে সব কথা জানাতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছি, কিন্তু তাই বলে মধ্যবিত্ত মূল্যবোধগুলোকে ভুলে যায়নি। তাই আর পাঁচটা সেলিব্রিটির থেকে‌ আমার ভাবনা ও চিন্তাধারা উভয়ই আলাদা’।

সম্প্রতি নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। আর তাতেই কার্যত তাঁর এই উত্তর বলে মনে করা হচ্ছে। বিভিন্ন চরিত্রে নিজেকে পর্দার সামনে তুলে ধরেছেন ইশা। কখনও গোয়েন্দার চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন তো, কখনও আর পাঁচটা সাধারণ মেয়ের চরিত্র ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে। এবার একজন জার্নালিস্টের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর কথায়, ছবিতে তাঁর অভিনয়ের ভালো-মন্দ বিচার করবে দর্শক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version