Shonibar Bikel: ‘শনিবার বিকেল’ পেক্ষাগৃহে মুক্তিতে আর বাধা নেই, জানাল আপিল বোর্ড

।। প্রথম কলকাতা ।।

Shonibar Bikel: বহু বিতর্ক-সমালোচনার পর অবশেষে ‘শনিবার বিকেল’ (Shonibar Bikel) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর কোনও বাধা নেই। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমকে শনিবার দুপুরে একথা জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়েছে আজ। সিনেমা নির্মাতাদের সমস্ত বক্তব্য শুনেছেন আপিল কমিটির সদস্যরা। আর তারপরেই ছবির মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানানো হয়েছে।

বাংলাদেশ (Bangladesh) চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে ছিল মোস্তফা সরয়ার ফারুকীর (Mostofa Sarwar Farooki) ছবিটি। বলা হয়েছিল, সিনেমা হলে দেখানোর উপযুক্ত নয় এই ছবি। মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা, নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

সিনেমায় অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং এপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। সিনেমাটি দুই বাংলা ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। প্রথমে ওপার বাংলার সেন্সর বোর্ড জানিয়েছিল, এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে ভাবমূর্তি নষ্ট হবে। বলা হয়েছিল, ছবির কারণে বাণিজ্যিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তবে এই মুহূর্তে আর কোনও বাধা নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version