Bhuban Badyakar: বাড়ি ছাড়া ভুবন বাদ্যকর, নিজের সৃষ্টি নিয়েই হাজারো বিতর্ক! আসছে নতুন গান

।। প্রথম কলকাতা ।।

Bhuban Badyakar: গান গেয়েই ভাইরাল (Viral) হয়েছিলেন বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তার গাওয়া ‘কাঁচা বাদাম’ গান রাতারাতি জনপ্রিয়তার শিখরে তুলে দেয়। দূর দুরান্ত থেকে তাকে দেখার জন্য লোকজন আসতে শুরু করে। বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়। ধীরে ধীরে ভুবনবাবুর ভাগ্য বদলাতে থাকে। নিজের উপার্জন করার টাকা দিয়ে বানিয়েছিলেন বিশাল একখানা বাড়ি (House)। কিন্তু সেই বাড়িতেই এখন আর তিনি থাকতে পারেন না। কাঁচা বাদাম গানের কপিরাইট (Copywrite) নিয়েও তৈরি হয়েছিল নানান বিতর্ক। আসলে তাঁর সরলতার সুযোগ নিয়েছেল অন্য কেউ। এরই মধ্যে মুক্তি পাচ্ছে তার আরেকটি নতুন গান (Song)।

সম্প্রতি ‘আনন্দবাজার অনলাইনে’ এক সাক্ষাৎকারে ভুবন বাবু জানান, দোলের পর তাঁর নতুন গান (Song) আসছে। তিনি বলেন, “আমি গান ছাড়ব না। গানই আমার ভগবান।’’ নতুন গানের কিছুটা অংশ গেয়েও শোনান তিনি, ‘‘বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর/ কাঁচা বাদাম গানে গানে মন কেড়েছে সবার।’’ কাঁচা বাদাম গানের কপিরাইট নিয়ে তৈরি হয়েছিল নানান বিতর্ক। ভুবন বাবুর সরলতার সুযোগ নিয়ে বীরভূমের একটি ইউটিউব চ্যানেল ৩ লক্ষ টাকার বিনিময়ে ভুবন বাবুর তৈরি করা গান কিনে নিয়ে লিখিত একটি চুক্তিতে সই করিয়ে নেয়। কিন্তু সেই চুক্তিতে কি লেখা ছিল তা ভুবন বাবুর কাছে অজানা। পরে তিনি জানতে পারেন সেই চুক্তিতে লেখা ছিল, গান থেকে উপার্জনের ৬০ শতাংশ টাকা ভুবন বাবু পাবেন এবং ৪০ শতাংশ টাকা সেই ইউটিউবার (Youtuber) পাবে। এই ঘটনা জানার পর থেকেই সেই ইউটিউবারকে ফোনে পাচ্ছেন না ভুবন বাবু। তিনি আরো বলেন যে, ‘‘টাকা না পেলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব।’’

কাঁচা বাদাম খ্যাত ভুবন বাবু এখন থাকেন দুবরাজপুর শহরে। নিজের শখের বাড়ি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু কেন এই ঠিকানা বদল? এ প্রশ্ন করতেই একরাশ ক্ষোভ উপরে দেন তিনি। তিনি বলেন, “অনেকে ভাবেন ভাইরাল হওয়ার পর আমার অনেক টাকা পয়সা হয়েছে।” সেই কারণে কোন না কোন অজুহাত দেখিয়ে তার কাছ থেকে ৫০০ – ১০০০ টাকা চাঁদা চাওয়া হত। আর টাকা না পেলে ভয় দেখানো হত। জানাযায়, একদিন জুলুমকারীরা দাবি মতন টাকা না পাওয়ায় ভুবনবাবুর আইফোনটি নিয়ে চলে যায়। সেই কারণেই তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন।

ভুবন বাদ্যকর এমন এক ব্যক্তি যার জনপ্রিয়তায় গ্রামবাসীরা বেশ খুশি। তারা ভুবনের গান নিয়ে অত্যন্ত গর্বিত। গ্রাম বাসীরা চান তিনি যেন একটা ভালো জায়গায় পৌঁছান এবং তার প্রাপ্য সম্মান ফিরে পাক। ইদানিং তিনি যেভাবে নাজেহাল হচ্ছেন কপিরাইটের বিতর্ক নিয়ে তা সত্যিই অবাক করার বিষয়। এবার যেন তিনি তার গান নিয়ে নিজের বাড়িতে ফিরতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথমন

Exit mobile version