FIFA World Cup 2022: বিশ্বকাপ উঠবে এই চার দলের একজনের হাতে, জানিয়ে দিলেন মেসি

।। প্রথম কলকাতা ।।

 

কোন চার দল যাবে সেমিফাইনালে। কারাই বা উঠবে ফাইনালে? কোন দলের হাতে উঠবে সোনালী ট্রফি? এই নিয়েই চলছে কাঁটাছেঁড়া বিশ্লেষণ। বিভিন্ন দেশের জ্যোতিষীরা দিচ্ছেন তাদের গণনা। এবার জ্যোতিষীর ভূমিকায় লিওনেল মেসি। জানিয়ে দিলেন কাদের হাতে উঠতে চলেছে এবারের বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ইতিমধ্যেই শেষ আটে পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা। কোয়ার্টারে নেদারল্যান্ডসকে হারলেও সেমিফাইনালে পৌঁছে যাবে নীল-সাদা জার্সিধারীরা।

 

ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এটাই যে তার শেষ বিশ্বকাপ তা তিনি আগেই জানিয়ে দিয়েছেন। ২০১৪ সালে সোনালী ট্রফির কাছে গিয়েও স্পর্শ পাননি। কিন্তু এবার শেষ বিশ্বকাপে দেশকে সোনালী ট্রফি উপহার দেওয়ায় একমাত্র লক্ষ্য লিওনেল মেসির। তাঁর পারফরম্যান্স দেখে এমনটা মনে হওয়ায় স্বাভাবিক। তিনি মুখে যাই বলুন না কেন? শেষ আটে পৌঁছানোর পর কোন দল বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার জানিয়ে দিলেন লিও। আর্জেন্টিনা প্রসঙ্গে তিনি বলেন, আর্জেন্টিনা একটি পাওয়ার হাউস। সবসময় অন্যদের তুলনায় সেরা। আমরা বিশ্বজয়ের অন্যতম দাবিদার।”

 

পাশাপাশি তিনি আরও বলেন, “ব্রাজিল কিন্তু দারুন দল। ক্যামেরুনের বিরুদ্ধে হার বাদ দিলে ওরা কিন্তু অন্যতম ফেভারিট দল। ফ্রান্স, স্পেনও কিন্তু দুর্দান্ত। জাপানের কাছে হার বাদ দিলে স্পেন কিন্তু ভালো খেলছে। অনেক বেশি সময় ধরে বল পজিশন নিজেদের দখলে রাখছে। ওদের পা থেকে বল কেড়ে নেওয়া খুব কঠিন। স্পেনকে হারানো কঠিন।” অন্যান্য দলগুলির প্রসঙ্গে বলতে গিয়ে মেসি বলেন, জার্মানি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় আমি অবাক। ওদের দলে তারুণ্যের ভারসাম্য ছিল।

Exit mobile version