বিশ্বকাপে শুধু রেকর্ড নয়, তৈরি হয়েছে লজ্জা ও কলঙ্কের ইতিহাস!

।। প্রথম কলকাতা ।।

বেজে গেছে ক্রিকেট বিশ্বযুদ্ধের দামামা। ক্রিকেট জ্বরে কাবু আট থেকে আশি সকলেই। প্রতি বিশ্বকাপে যেমন একাধিক রেকর্ড তৈরি হয়, তেমনই বহু রেকর্ড ভাঙাও হয়। প্রতি বিশ্বকাপ যেমন একদিকে রেকর্ড ভাঙা-গড়ার খেলা, ঠিক তেমনই বিতর্কও পিছু ছাড়েনি ক্রিকেট বিশ্বকাপের। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু বিতর্কিত ঘটনা রয়েছে যা চিরকাল লজ্জার ও কলঙ্কের হয়ে থেকে যাবে।

প্রথম ঘটনাটি হল ১৯৯২ সালের বিশ্বকাপ। সেবার সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য নতুন নিয়ম আনে আইসিসি। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান। স্লো বোলিংয়ের জন্য ইংল্যান্ডের ইনিংস থামিয়ে দেওয়া হয় ৪৫ ওভারেই। রান তাড়া করতে নেমে দারুনভাবেই এগাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ঠিক যখন ১৩ বলে ২২ রানের প্রয়োজন তখনই বৃষ্টি নামে। যার ফলে বেশ কিছুক্ষন খেলা বন্ধ থাকে। বৃষ্টি শেষ হলে খেলা শুরু হতেই হতবাক হয়ে যায় প্রোটিয়ারা। জানা যায় জিততে হলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১ বলে ২২ রান! বৃষ্টি আইনে ২ ওভার কাটা হলেও রানের কোনো হেরফের হয়নি। এমনকি পুরো খেলা শেষ হয়ে যাওয়ার পরও নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিট তখনও হাতে ছিল। যা নিয়ে শুরু হয় বিতর্ক।

১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে যে বিশৃঙ্খলা ও হিংসাত্মক পরিস্থিতির ঘটনা ঘটেছিল, তা বিশ্বকাপের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। শ্রীলঙ্কার দেওয়া ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২০ রানে ৮ উইকেট হারায় ভারত। প্রিয় দলের এই শোচনীয় পরাজয় মেনে নিতে না পেরে ক্ষুব্ধ সমর্থকরা মাঠের ভেতর বোতল ছুঁড়তে শুরু করেন। স্ট্যান্ডে আগুন লাগিয়ে দেন। যার ফলে আর খেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়।

২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন আগেই ডোপ টেস্টে পজিটিভ হয়ে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হন তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার এক দিন আগে এক বছরের জন্য নিষিদ্ধ হন শেন ওয়ার্ন। যদিও ওয়ার্নকে ছাড়াই সেবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এছাড়াও ২০০৩ বিশ্বকাপে ৩ আয়োজক দেশের মধ্যে অন্যতম ছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের আমলে দেশের পরিস্থিতি ছিল টালমাটাল। রবার্ট মুগাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নেন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি ওলোঙ্গা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাতে কালো ব্যাচ পরে মাঠে নামেন।

২০০৭ সালে বিশ্বকাপ চলাকালীন খুন হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন কোচ বব উলমার। জামাইকার একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় উলমারকে। গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার রাতেই মারা যান উলমার। কিন্তু কে বা কারা খুন করেছে, কিংবা আদৌ তিনি খুন হয়েছেন কিনা সেই রহস্যের কোনও কিনারা করতে পারেনি পুলিশ। পাশাপাশি ২০০৭ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কেনিংটন ওভালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। খেলা চলাকালীন শ্রীলঙ্কার ইনিংসে পুরো আকাশ অন্ধকারে ছেয়ে যায়। মাঠে কোনও ফ্লাড লাইট ছিল না ও নিয়ম অনুযায়ী কোনও রিজার্ভ ডে-ও ছিল না। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে জয়ী ঘোষণা করা হয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version