শুরু হতেই রেকর্ড ভাঙছে বিশ্বকাপের, বিরাটের অনন্য কীর্তি

।। প্রথম কলকাতা ।।

ভারতের মাটিতে চলছে বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ। বিশ্বকাপের শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার কাজ শুরু করে দিয়েছে ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে ফেলেছেন বিরাট কোহলি। অনিল কুম্বলেকে টপকে গিয়েছেন কিং কোহলি। জানেন চিপকে কোন রেকর্ড গড়েছেন বিরাট?

ওডিআই বিশ্বকাপে এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। তিনি ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে নিয়েছিলেন ১৪টি ক্যাচ। আজ বিরাট অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে মিচেল মার্শের ক্যাচ নিতেই গড়ে ফেললেন রেকর্ড। এটি ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলির নেওয়া ১৫তম ক্যাচ। যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২৮টি ক্যাচ ধরেছিলেন। এবারের বিশ্বকাপে তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের জো রুটের। তিনি এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপে ২০টি ক্যাচ ধরেছেন। এই তালিকায় বিরাট কোহলি রয়েছেন ১১ নম্বরে। পন্টিং, রুটের পর তৃতীয় স্থানে রয়েছেন সনৎ জয়সূর্য। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ধরেছিলেন ১৮টি ক্যাচ।

অন্যদিকে অনন্য রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। কারণ, তিনি ভেঙে ফেলেছেন শচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডসদের গড়া রেকর্ড। চিপকে কোন রেকর্ড গড়েছেন ওয়ার্নার? তিনি ওডিআই বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে কম ইনিংসে দ্রুততম ১০০০ রান পূর্ণ করেছেন। এর আগে এই কীর্তি ছিল ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকর এবং প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে। ডেভিড ওয়ার্নার ওডিআই বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেছেন ১৯টি ইনিংসে। এর আগে শচিন-এবিডি এই কীর্তি গড়েন ২০টি ইনিংসে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version