।। প্রথম কলকাতা ।।
Mahesh Bhatt: শুক্রবার ছেলে জানিয়েছেন ‘অস্ত্রোপচার’ হয়েছে বাবার। কিন্তু বাবা সেটিকে ‘অস্ত্রপচার’ মানতে নারাজ। উল্লেখ্য, ‘অর্থ’ ছবির পরিচালক জানিয়েছেন, টেকনিক্যালি ওটা ‘অস্ত্রপচার’ নয়। সেক্ষেত্রে ছুরি-কাঁচির ব্যবহার হয়। আর অ্যাঞ্জিওপ্লাস্টি একটিও রক্ত না ঝরিয়ে সাধারণ প্রক্রিয়া। যেখানে আইসিইউতে আধ ঘন্টা থাকতে হয়, আর তার একদিন পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সেদিক থেকে মহেশ ভাটের (Mahesh Bhatt) কথা অনুযায়ী ‘আ্যাঞ্জিওপ্লাস্টি’ হয়েছে তাঁর।
প্রসঙ্গত, গতকাল পরিচালক-প্রযোজক পুত্র রাহুল ভাট জানান, হৃদযন্ত্রে অস্ত্রপচার হয়েছে বাবার। কিন্তু শনিবার ‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া সাক্ষাৎকারে অন্য কথা বলেছেন মহেশ ভাট। তাঁর কথায়, অ্যাঞ্জিওপ্লাস্টিকে অস্ত্রোপচার হিসেবে বলা যায় না। তাঁর মন্তব্য, ‘এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চিকিৎসকদের সাধুবাদ দিতে হয়। আমি এইচএন রিলায়েন্স হাসপাতালের সেরা চিকিৎসক টিমের হাতে ছিলাম। প্রক্রিয়াটি শুরু হয়েছিল ১৬ জানুয়ারি থেকে। ১৮ জানুয়ারি বাড়িতেই ছিলাম। আমি বেঁচে আছি এবং ফাটিয়ে আছি। আমার পরবর্তী ছবির কাজ করছি’।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘১৬ জানুয়ারি প্রক্রিয়াটি নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। রুটিন চেক আপের সময় চিকিৎসকরা ‘লাল পতাকা’ তুলে দিয়েছিলেন। পরামর্শ দিয়েছিলেন, যেহেতু সুস্থ আছি তাই আগেভাগে সমস্ত পদক্ষেপ নিয়ে নেওয়াটা জরুরি। আমার কোনও উপসর্গ ছিল না। তাই নিজে থেকেই এই পদক্ষেপ নিয়েছি। ধমনীর ‘ক্যালসিফিকেশন’ হয়। বার্ধক্য ঐচ্ছিক নয়, তা আসবেই’। মূলত রুটিন চেক-আপের জন্য গিয়েছিলেন চিকিৎসকের কাছে। আর সেই সময় তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরামর্শ দেন ডাক্তার। ছেলে বাবার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে জানিয়েছিলেন, সপ্তাহের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে অস্ত্রপচার হয়েছিল। এখন বাড়ি ফিরে এসেছেন। সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন ঠিক আছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম