।। প্রথম কলকাতা ।।
৪ থেকে ২৬ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) উদ্বোধনী সংস্করণ। ১৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে মহিলা প্রিমিয়ার লিগের নিলামপর্ব। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে একথা নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে মহিলা প্রিমিয়ার লিগের নিলামপর্ব। যার মধ্যে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএলে দল রয়েছে। বাকি দুটি দল হলো আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড ও ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড।
মহিলা প্রিমিয়ার লিগের আগে, দক্ষিণ আফ্রিকায় শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩। বিশ্বকাপের আগে ক্যাপ্টেনস ডেতে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন বলেছিলেন, “এটি (নিলাম) সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা। এটি বিশাল। আপনি কাচের সিলিং সম্পর্কে কথা বলছেন এবং আমি মনে করি মহিলা প্রিমিয়ার লিগ পরবর্তী পর্যায়ে হতে চলেছে। মহিলা ক্রিকেটার হিসেবে আমি এটি নিয়ে সত্যিই উত্তেজিত,এটি এমন একটি বিষয় যা আমরা আগে কখনোই দেখিনি।”
ভারত অধিনায়ক হারমানপ্রীত কাউর বলেন, “নিলামের দিনটি আমাদের সবার জন্য একটি বড় দিন হবে কারণ আমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম। আগামী দুই-তিন মাস নারী ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি কিভাবে ডব্লিউবিবিএল (WBBL) এবং দ্য হান্ড্রেড (The Hundred) তাদের দেশকে তাদের ক্রিকেটের উন্নতিতে সাহায্য করেছে। আশা করি, আমাদের দেশের ক্ষেত্রেও তাই হবে।”
অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং বলেছেন, “এটি (নিলাম) আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং একই সঙ্গে আমরা এখানে যা করার চেষ্টা করছি তার উপর ফোকাস করছি যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি করার কোন সঠিক বা ভুল উপায় নেই এবং প্রত্যেকে স্বতন্ত্রভাবে তাদের ইচ্ছামতো এটি মোকাবিলা করবে।”