আগামী দিনেও গোটা দেশ ভারতীয় দলের পাশে থাকবে,’ রোহিতদের প্রশংসা নরেন্দ্র মোদির

।। প্রথম কলকাতা ।।

অবশেষে বিশ্বকাপ টুর্নামেন্ট জয় করল অস্ট্রেলিয়া। তীরে এসেও ডুবল তরী। চলতি বিশ্বকাপ টুর্নামেন্টে দশটা ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। একটা ম্যাচে হার আর সেই হারে ধাক্কা যে এতটা বড় হবে সেটা কোন ভারতীয় ক্রিকেট সমর্থক কল্পনা করতে পারেনি। ২০১১সালে শেষবার বিশ্বকাপ খেতাব জয় করেছিল টিম ইন্ডিয়া। আশা ছিল যে যুগ বাদলের পাশাপাশি ভারতের ঘরে ট্রফি আসবে কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল টিম ইন্ডিয়ার ভাগ্যে জুটলো শুধুই হতাশা। প্রথম দিকে টিম ইন্ডিয়ার পেসাররা কয়েকটা উইকেট শিকার করলেও ম্যাচ যত সামনের দিকে গড়ালো ততই ব্যাটারদের দাপট দেখতে পাওয়া গেল। সেই সঙ্গে ম্যাচ বেরিয়ে গেল ভারতের হাত থেকে।

আজ ফাইনাল ম্যাচ শুরুর বেশ খানিক পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসেন, মনোযোগ সহকারে খেলাও দেখেন কিন্তু শেষ পর্যন্ত জয় হল অস্ট্রেলিয়ার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারপরেই একটি পোস্ট করেন তিনি লিখেন ,’একটি দুর্দান্ত বিশ্বকাপ যাওয়ার জন্য অস্ট্রেলিয়া কে অভিনন্দন। টুর্নামেন্টের মাধ্যমে তাদের একটি প্রশংসনীয় পারফরমেন্স ছিল। দুর্দান্ত বিজয়ে পরিণত হয়। অসাধারণ খেলার জন্য হেডকে অভিনন্দন।’

গৌতম গম্ভীর লিখেছেন, আমরা একটি চ্যাম্পিয়ন দল নির্বিশেষে। অস্ট্রেলিয়াকে অনেক অনেক অভিনন্দন।আবার জানা গেছে অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি ভারতের পারফরমেন্সের সমালোচনা করেছেন। তিনি বলেন অতিরিক্ত আত্মবিশ্বাসী রোহিত শর্মাদের কাল হয়েছে।

বীরেন্দ্র সেবাগ বিশ্বকাপ যার জন্য অস্ট্রেলিয়া কে অনেক অভিনন্দন জানিয়েছেন। ফাইনালের দিন তারাই ছিল সেরা দল। তিনি আরো লেখেন আমাদের ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে যে প্রচেষ্টা চালিয়েছিল তার জন্য আমরা মাথা উঁচু করে রাখতে পারি। তারা অনেক আনন্দের মুহূর্ত দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনাল লাইনটি অতিক্রম করতে পারিনি।

ইরফান পাঠান টুইট করে লিখেছেন টিম ইন্ডিয়ার জন্য পুরো বিশ্বকাপে শুধু একটি খারাপ খেলা এবং সেটি ফাইনালে। আমাদের দলের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা।

অমিত শাহ লিখেছেন, দল পুরো বিশ্বকাপে অসাধারণ ভাবে খেলেছে এবং স্মরণীয় পারফরম্যান্স দিয়েছে।
জয় এবং ব্যর্থতা উভয় থেকেই শক্তিশালী হয়ে ওঠা জড়িত।

আবার ভারতীয় মায়াঙক আগারওয়াল লিখেছেন, আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য বিস্তার করেছিলাম কিন্তু আজকে আমাদের দিন ছিল না। আমরা আমাদের মাথা উঁচু করে রাখি আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব।

আসলে দেশের মাটিতে আরো একবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ব্যাটে বলে হারতে হয়েছে ভারতকে। আরে পর হতাশা আটকে রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দেন। যেভাবে গোটা প্রতিযোগিতায় ভারত খেলেছে তার জন্য তিনি গর্বিত জানান। রোহিতের লড়াই প্রশংসা করেন তিনি। আগামী দিনেও গোটা দেশ ভারতীয় দলের পাশে থাকবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version