বিরাটের সেঞ্চুরির জন্যই ওয়াইড দেননি আম্পায়ার? আইসিসির নিয়ম বলছে অন্য কথা

।। প্রথম কলকাতা ।।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপের মঞ্চে রান চেজ করতে গিয়ে প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। যেটি ছিল ওডিআই ক্রিকেটে ৪৮তম শতরান। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরির খরা কাটিয়েছেন কিং কোহলি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে শেষ শতরানটি করেছিলেন। ২০১৯ সালে বিরাটের ব্যাট থেকে বেশ কয়েকটি হাফ-সেঞ্চুরি দেখতে পাওয়া গেলেও, তিনি শতরান করতে পারেননি। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। তবে সেই সেঞ্চুরি নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক।

ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং সহ অনেকেই দাবি করেছেন আম্পায়ার বিরাটের পাশে থেকেছিলেন বলেই বিরাট সেঞ্চুরি পেয়েছেন। ঘটনাটি বিরাট যখন ৯৭ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের বোলার নাসুম আহমেদ একটি ওয়াইড বল করেন। কিন্তু, আম্পায়ার রিচার্ড কেটলবরো এই ডেলিভারি পাত্তাই দেননি। ২ বল পরেই বিরাট একটি ছক্কা হাঁকিয়ে তাঁর ওয়ানডে কেরিয়ারের ৪৮তম ওডিআই সেঞ্চুরি পূরণ করে ফেলেন। সেই বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে জয়লাভ করে ভারত। ওয়াইড না দেওয়ার কারণে ম্যাচের ফিল্ড আম্পায়ার কেটলবরোকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

তবে সে যে যাই বলুক আইসিসির নিয়ম কিন্তু বলছে অন্য কথা। ২০২২ সালে ক্রিকেটের বেশ কয়েকটা নিয়ম বদল করা হয়েছিল। আর সেই কারণেই রিচার্ড কেটেলবরো সেই ডেলিভারিকে ওয়াইড দেননি। তবে আশ্চর্য্যের ব্যাপার এটাই যে বোলারদের সুবিধার জন্যই এই নিয়ম বদল করা হয়েছিল। কিন্তু, এক্ষেত্রে তো ব্যাটারই সুবিধা পেয়ে গেলেন। আইসিসির পরিবর্তিত নিয়ম অনুসারে যদি বোলার বল করার সময় উল্টো দিকের ব্যাটার ক্রিজে নড়াচড়া করেন, সেক্ষেত্রে ডেলিভারি ওয়াইড হলেও আম্পায়ার তা দিতে বাধ্য হবেন না। ক্রিকেট সংবিধানের ২২.১ ধারায় এই নতুন নিয়মের কথা উল্লেখ কর হয়েছে।

বাংলাদেশের নাসুম যখন বল করছিলেন সেইসময় বিরাট লেগ স্টাম্পের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁর স্টান্স একেবারে ওপেন ছিল। কিন্তু, তারপরই তিনি অফ স্টাম্পের দিকে চলে যান। যখন বিরাট দেখেন যে বলটা লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে, সেই সময় তিনি নিজের শরীরটা আরও সামনের দিকে সরিয়ে আনেন। যদি বিরাট নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে বলটা তাঁর প্যাডে এসে লাগত। এই ক্ষেত্রে ওয়াইড না দেওয়ার সিদ্ধান্ত একেবারেই যথার্থ ছিল। ম্যাচের শেষে সতীর্থ কেএল রাহুলও বিরাটের পাশে দাঁড়িয়েছেন। টেনে এনেছেন আইসিসির নিয়মের কথা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version