FIFA World Cup 2022: আর্জেন্টিনার আকাশে বিষাদের সুর, ফাইনালের আগেই অবসর ঘোষণা মেসির

।। প্রথম কলকাতা ।।

 

ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। মাঠজুড়ে আলো ছড়ালেন লিওনেল মেসি। গোল করলেন, গোল করালেন। কাতারের লুসাইল স্টেডিয়াম যেন হয়ে উঠল মেসিময়। মেসিম্যাজিকের সামনে দাঁড়াতেই পারল না ইউরোপের দেশটি। এদিন বিশ্বকাপে ১১ গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন লিওনেল মেসি। তবে সুখের রাতে বিষাদের সুর আর্জেন্টিনার আকাশে। ম্যাচ জয়ের পর নীল-সাদা জার্সিতে পরে ফাইনালে শেষবার খেলার কথাও ঘোষণা করে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। কাতার বিশ্বকাপই যে মেসির শেষ বিশ্বকাপ তা আগেই জানিয়েছিলেন মেসি। এবার সেই কথা আরও মনে করিয়ে দিলেন তিনি। ফাইনাল ম্যাচই দেশের জার্সিতে মেসির শেষ ম্যাচ।

 

দেশের হয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছেন লিওনেল মেসি। আর সেই পথে একটু একটু করে এগিয়ে চলেছেন এলএমটেন। আর তার আগেই মেসির অবসরের ঘোষণা সমর্থকদের মন খারাপ হওয়ারই কথা। এদিন ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম আউটলেট দিয়ারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানিয়েছেন, ‘আমি এটা অর্জন করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি, ফাইনালে আমার শেষ ম্যাচ খেলে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পারব।” তিনি আরও বলেন, “পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক বছর দেরি। আমার মনে হয় না যে ততদিন আমি খেলা চালিয়ে যেতে পারব। নিজের সেরা ফর্মে থেকে অবসর গ্রহণ করতে পারছি, এর থেকে ভালো আর কীই বা হতে পারে।”

 

পাশাপাশি সতীর্থদের বার্তা দিলেন, “আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। উপভোগ করুন!” ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। গত রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তবে এবার মেসির অসাধারণ পারফরম্যান্সে আবারও স্বপ্নপূরণের খুব কাছে পৌঁছে গেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে আলো চড়াচ্ছেন মেসি। রেকর্ডের রঙে নিজেকে রাঙিয়ে দিচ্ছেন। দলকে নিয়ে যাচ্ছেন সাফল্যের চূড়ায়। শুধু সর্বোচ্চ স্কোরার নন, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন তিনি।

Exit mobile version