Salman Khan: ১৮ মার্চ সালমান খানকে দেওয়া হুমকি ইমেল গোল্ডি ব্রার পাঠিয়েছিল, জানাল মুম্বাই পুলিশ

।। প্রথম কলকাতা ।।

Salman Khan: ১৮ মার্চ অভিনেতা সালমান খান (Salman Khan) যে হুমকিমূলক ইমেল পেয়েছিলেন তা কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার দ্বারা পাঠানো হয়েছিল। বুধবার এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ (Mumbai Police)। গোল্ডি ব্রার হলেন গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার হত্যার মূল চক্রী। মুম্বাই পুলিশ জানিয়েছে, এই কুখ্যাত গ্যাংস্টার বর্তমানে যুক্তরাজ্যে লুকিয়ে আছে।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, মামলায় ইন্টারপোলের সহায়তা নেয় মুম্বাই পুলিশ। তারা গোল্ডি ব্রার সম্পর্কে যুক্তরাজ্য সরকারের (সংশ্লিষ্ট বিভাগ) কাছে একটি অনুরোধপত্র (এলআর) পাঠিয়েছে। ১৮ মার্চ সালমান খানের ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত গুঞ্জালকারকে হুমকি মেইলটি পাঠানো হয়েছিল। প্রেরকের নাম রোহিত গর্গ বলে জানা গেছে।

এরপরই সালমান খানের তিন গার্গ, গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে হুমকিমূলক ই-মেইল পাঠানোর জন্য পুলিশে অভিযোগ দায়ের করে। সালমান খানকে হুমকির পর, বান্দ্রা পুলিশ পরের দিন ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে। মেলে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি বিষ্ণৈই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য।

ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোইকে গ্রেফতার করেছে পুলিশ। কেন বলিউড অভিনেতাকে টার্গেট করা হচ্ছে? বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। কৃষ্ণসার হরিণের রক্ষকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। ১৯৯৮ সালে সলমন খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version