Mithai Repeat Telecast: ফিরছে মিঠাই রানি-উচ্ছেবাবুর সেই খাট্টা-মিঠা কেমেস্ট্রি। দিনক্ষণ জানুন

।। প্রথম কলকাতা ।।

Mithai Repeat Telecast: ছোট পর্দার দর্শকের জন্য এসে গেল দুর্দান্ত খবর। ফের টেলিভিশনের পর্দায় ফিরছে মিঠাই রানি-উচ্ছেবাবুর সেই খাট্টা-মিঠা কেমেস্ট্রি। আবার দেখতে পাবেন এই জুটি। দিনক্ষণ জানেন? ‘জয় গোপাল’, সংলাপটা মনে আছে? পর্দার সেই মিষ্টি মেয়ে মিঠাই আবারও ফিরছে ড্রইং রুমে। নিত্য নতুন ধারাবাহিক শুরু হয়, কালের নিয়মে শেষও হয়। প্রতিটা ধারাবাহিকেরই একটা যোগসূত্র তৈরি হয় দর্শকদের সঙ্গে। কিছু থেকে যায়, কিছু স্মৃতিতে মিলিয়ে যায়। মিঠাই ধারাবাহিক সেই থেকে যাওয়া তালিকার অন্যতম সংযোজন।

যে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবরে মন ভেঙেছিল দর্শকদের। আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু জুটি যেভাবে দাপটের সঙ্গে পর্দায় জায়গা করে নিয়েছিলেন, তার প্রভাব প্রতিটা মুহূর্তে পড়েছিল TRP-তে। দিনের পর দিন সেরার সেরা হয়ে থাকা এই ধারাবাহিক যদি আরও একবার পর্দায় ফেরে, কেমন হবে? না, কল্পনা নয়, এই খবর বাস্তব। ধারাবাহিক বন্ধ হওয়ার কয়েক মাস যেতে না যেতেই আবারও পুনঃপ্রচার মিঠাই-এর।সৌমিতৃষা বলেন, ‘এটা তো সত্যিই খুব খুশির খবর। দর্শকের ভালোবাসায় মিঠাই ফিরল। তবে এতটা তাড়াতাড়ি ফিরবে এটা সত্যিই আশা করিনি।’

কখন দেখতে পাবেন আপনাদের প্রিয় মিঠাই রানীকে?

আগামী ১৩ নভেম্বর সোম থেকে শনি প্রতিদিন দুপুর ১২ টা ৩০ থেকে ১ টা ৩০ পর্যন্ত এক ঘণ্টায় দুটি করে এপিসোড দেখানো হবে। এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শক। মিঠাইয়ের পুনঃসম্প্রচারের খবরে খুব স্বাভাবিকভাবেই খুশি সৌমিতৃষা।

দিনটা ছিল ৯ জুন। ওই দিনই জি বাংলার পর্দায় শেষ সম্প্রচার হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের। উচ্ছেবাবু আর মিঠাই রানির জুটি টিভির পর্দায় ইতি টানতেই মন খারাপ হয়েছিল এই সিরিয়ালের দর্শকের। হৃদয় ছোঁয়া বার্তায় শ্যুটিংয়ের শেষ দিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিক শেষ হওয়ার পর কেটে গিয়েছে পাঁচ মাস। তবুও মনোহরা পরিবারের প্রতিটি চরিত্র দর্শকের স্মৃতিতে একেবারে তাজা। এর মাঝেই মিঠাই ধারাবাহিকের দর্শকর জন্য এসে গেল দুর্দান্ত খবর। বলা চলে দীপাবলিতে ছোট পর্দার দর্শকদের জন্য বাম্পার উপহার। জি বাংলার পর্দায় শুরু হচ্ছ মিঠাইয়ের পুনঃসম্প্রচার।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version