।। প্রথম কলকাতা ।।
Inspiring Story: স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে। তবে তা পূরন হয়তো কয়েকজনই করতে পারে। কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কিসের। যদি মনের ভেতর জেদ থাকে, তাহলে কোনও কিছুই স্বপ্নের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। সেরকমই জেদ নিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন গোবিন্দ জয়সাল। বাবা রিক্সা চালক, অভাব-অনটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। কিন্তু তা কখনও তাঁর স্বপ্ন পূরণের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায়নি। হয়েছেন আইএএস অফিসার (IAS Officer)। এবার তাঁর অনুপ্রেরণামূলক কাহিনীকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবি। কী নাম সিনেমার? পরিচালনায় কে রয়েছেন? অভিনয় করছেন কারা?
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছবির নাম ‘অব দিল্লি দূর নেহি’ (Ab Delhi Dur Nahin)। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। মূলত ছবিতে এক সাধারণ ছেলের সফলতার গল্পকে তুলে ধরা হবে। কীভাবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একজন আইএএস অফিসার হয়ে উঠেছে বিহারের (Bihar) ছেলে, তা নজরে আসবে রূপোলি পর্দায়। যাঁকে নিয়ে কাহিনী তাঁর নাম গোবিন্দ জয়সাল। ২০০৬-এ ইউপিএসসি পাশ করেছেন তিনি। গোটা ভারতে ৪৮ র্যাঙ্ক করেন। মাত্র ২২ বছরে তিনি এই পরীক্ষায় পাশ করেন। বলতে গেলে, পড়াশোনায় তুখার তিনি।
গরীব পরিবারের ছেলে হয়েও তাঁর এই সাফল্য সকলকে অনুপ্রেরণা দিয়েছে। যাঁরা স্বপ্ন পূরণ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন, তাঁদেরকে সাহস যোগায় গোবিন্দের কাহিনী। তবে ছবিটি তাঁর বায়োপিক নয়। প্রসঙ্গত, তাঁর কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হচ্ছে এই সিনেমা। মুখ্য ভূমিকায় রয়েছেন ইমরান জাহিদ। এর আগেও তিনি একাধিক ছবিতে নজরে এসেছেন। জানা গিয়েছে, ছবির জন্য গোবিন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন অভিনেতা। যাতে তাঁর চরিত্রকে বড় পর্দায় বেশি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি। ছবির পরিচালনায় কমল চন্দ্র এবং প্রযোজনায় বিনয় ভরদ্বাজ। ১২ মে বড় পর্দায় এক রিক্সা চালকের ছেলের দেখা স্বপ্ন পূরণের কাহিনী ফুটে উঠবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম