Nana Hai: হারিয়ে যাওয়া গম্ভীরার গল্প এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে ‘নানা হে’

।। প্রথম কলকাতা।।

Nana Hai: বাংলায় হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে ‘গম্ভীরা’ হল উল্লেখযোগ্য লোক পালা। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে। মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয় গম্ভীরা নৃত্যটি। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে মোজোটেল এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চারসের নতুন ছবি ‘নানা হে’। মালদহের গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার৷ স্থানীয় সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশবিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সম্প্রতি শুরু হয়েছে ছবির শ্যুটিং।

প্রযোজক সংস্থার কর্ণধার সুমনা কাঞ্জিলাল বলেন, “সঙ্গীত এই সিনেমার সবচেয়ে বড় সম্পদ। প্রায় ৯ টি অসাধারণ গান রয়েছে ৷ যার মধ্যে বেশিরভাগই লোকসঙ্গীত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তীর্থ ভট্টাচার্য ও অঞ্জনাভ রায় ! গান গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, দূর্নিবার সাহা, শ্রেয়া ভট্টাচার্য ও অহেলি সরকার। ‘নানা হে’ শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা হারিয়ে যাওয়া লোককথার দলিল।”

অভিনয় এবং পরিচালনার দায়িত্বে কারা কারা রয়েছেন ?

‘নানা হে’ সিনেমায় অভিনয়ে রয়েছেন তাবড় তাবড় অভিনেতা এবং অভিনেত্রীরা। খরাজ মুখোপাধ্যায় , সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রল্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্র। এই গল্পের কাহিনীকার অঞ্জনাভ রায়, চিত্রনির্মাতা শান্তনু ব্যানার্জী, পরিচালনায় অঞ্জনাভ রায় এবং সায়ন ব্যানার্জী

এই ছবিতে খরাজ মুখোপাধ্যায় একজন গম্ভীরা শিল্পী বাঘারু, যে ফরমায়েশ করা বানিজ্যিক গম্ভীরা করবেন না বলে খানিকটা স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে গৃহবন্দী করেছেন। তার কাছে হঠাৎই গম্ভীরার উপর গবেষণামূলক কাজের জন্য মহানগর থেকে আসে একটি মেয়ে (শ্রীতমা দে)। বাঘারুর সাথে কথপোকথন করতে করতে সেও হারিয়ে যায় গম্ভীরার ইতিহাস এবং প্রান্তিক মানুষদের না জানা শিল্প যাপনের মধ্যে। শুধু তাই না এই শিল্প পুরোপুরি পালটে দেয় একজন আদ্যপ্রান্ত আর্বান ছেলে। যে মনে করতো সভ্যতার উন্মাদনায় উন্মত্ত হওয়াকে জীবন। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস’কে।

উল্লেখ্য, “নানা হে শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা হারিয়ে যাওয়া লোককথার দলিল।” এ দিন শুটিং করতে স্পটে পৌঁছেও যান সৌরভ। তাঁকে দেখামাত্র ঘিরে ধরেন অনুরাগীরা। সেই ভিডিয়োও ইতিমধ্যেই হয়েছে ভাইরাল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version