Jaatishwar: ওটিটি’তে আসছে জাতিস্মরের গল্প, এবার কোন রহস্যের সন্ধান ?

।। প্রথম কলকাতা।।

 

Jaatishwar: ওটিটি প্ল্যাটফর্মে এবার আসছে জাতিস্মরের (Jaatishwar) গল্প। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জাতিস্মরের ট্রেলর। সিরিজটি লিখেছেন অনুজ চট্টোপাধ্যায় ও পরিচালনা করছেন সানি ঘোষ রায়। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার ও রোহন ভট্টাচার্য্য। এছাড়াও ছবিতে দেখা যাবে কৌশিক চট্টোপাধ্যায়,বিদীপ্তা চক্রবর্তী সহ টলিপাড়ার বেশ কয়েকজন চেনা মুখ।

 

নাম শুনেই বোঝা যাচ্ছে বিষয়বস্তু পুনর্জন্ম। এক মহিলার গল্প মূলত ফুটে উঠবে ‘জাতিস্মর’-র গল্পে। যে মহিলার নাম রূপকথা বসু। নারায়ণপুর গ্রামে মন্দিরের ছবি তুলতে আসে পেশায় ফটোগ্রাফার তরুণী রূপকথা। পেশায় চিত্রগ্রাহক রূপকথার প্রেমিক অরুণি চৌধুরীর সঙ্গে আলাপ হয় কর্মসূত্রেই। অরুণির বাড়িতে যায় রূপকথা। সেই বাড়িতে ঢোকার পর থেকেই অদ্ভূত সব ঘটনা ঘটতে শুরু করে তার সঙ্গে। সে বাড়িতে বহু বছর ধরে লুকিয়ে রাখা এবং ঘটে যাওয়া নানা ঘটনা বর্ণনা করতে শুরু করে সে। যেন এর আগেও একই ঘটনার সম্মুখীন হয়েছে সে। যা শুনে সকলেই তাজ্জব বেনে যায়। সবকিছুই তার বড্ড চেনা। তাহলে এবার কি কোনো রহস্য সামনে আসতে চলেছে ? কীভাবে এই সত্যি জানল রূপকথা? উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। গল্প শুনেই বোঝা যাচ্ছে এই সিরিজ থাকবে টানটান রহস্য, আবেগ ও নাটকীয় মোড়।

 

উল্লেখ্য, অভিনেত্রী মধুমিতা সরকার সর্বদাই তাঁর সাহসী অবতারের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। তাঁর বোল্ড অবতারের ছবি প্রায়ই নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ায়। ধারাবাহিক দিয়ে মধুমিতা তাঁর কেরিয়ার শুরু করলেও এখন টলিউড ও ওয়েব সিরিজে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি ।

Exit mobile version