Swastika Mukherjee: ‘কলকাতার অবস্থা খুবই ভয়ঙ্কর!’ কিসের কথা বলতে চাইছেন স্বস্তিকা?

।। প্রথম কলকাতা।।

Swastika Mukherjee: টলিউডের স্পষ্টবাদী অভিনেত্রী তিনি। তাঁর এই সোজাসাপটা জবাবের কারণে মানুষ তাঁকে এত পছন্দ করেন। সত্যি কথা বলতে কখনও পিছপা হননা এই নায়িকা। এবারও ট্যুইটারে এমন কিছু মন্তব্য করেছেন, যা ফের তাঁকে সংবাদমাধ্যমের শিরোনামে তুলে ধরেছে। আর তিনি যা বলেছেন, তা নিয়ে সত্যিই ভাবা দরকার। এবার তিলোত্তমার খারাপ পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বস্তিকা। ঠিক কী বলেছেন অভিনেত্রী?

ট্যুইটারে একটি ওয়েদার ইন্ডিয়ার ম্যাপ শেয়ার করে তিনি লিখেছেন, ‘কলকাতা ৩০৭-এ!!! দিল্লির থেকেও ভয়ঙ্কর। আমরা কেন এই নিয়ে কথা বলি না?’ উল্লেখ্য, শীত পড়তে না পড়তেই কলকাতার বাতাসে মিশেছে বিষ। শেষ দু’দিনে শহরতলীর বাতাসের গুণমান আরও নেমে গিয়েছে। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাপ বলছে, বালিগঞ্জ, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, রবীন্দ্র সরোবর এলাকা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চত্বরে দূষণের মাপ অনেকটাই বেশি। আর এবার তাই নিয়েই প্রশ্ন তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

AQI হল পরিমাপক ইউনিট বা একক। যেখানে ‘০’ থেকে ‘৫০’ একিউআই হল ‘ভালো’, ‘৫১’ থেকে ‘১০০’ হল ‘স্যাটিসফ্যাকটরি’। আবার ‘১০১’ থেকে ‘২০০’ হল ‘মডারেট’ এবং ‘২০১’ থেকে ‘৩০০’ হল ‘খারাপ’, ‘৩০১’ থেকে ‘৪০০’ হল ‘খুব খারাপ’ আর ‘৪০১’ থেকে ‘৫০০’ হল ‘সিভিয়ার’। সেখানে কলকাতা রয়েছে ‘৩০৭-এ’ অর্থাৎ ‘খুব খারাপ’। এদিকে ‘সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড’ সোমবার ১৬২ টি জায়গার এয়ার পলিউশন ইনডেক্সের তালিকা প্রকাশ করেছে। সেখানে দূষিত শহরের সাতটিই বিহারের। অষ্টম ও নবমে রয়েছে হরিয়ানা ও উত্তর প্রদেশ। সাধারণত সকলেরই জানা যে, দিল্লিতে এয়ার পলিউশন বেশি। তার জন্য ওখানে নানাভাবে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর বক্তব্য, দিল্লির থেকেও খারাপ অবস্থায় রয়েছে আমাদের কলকাতা। যাকে নিয়ে এবার আলোচনার প্রয়োজন রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version