দুই দেশে একই ফুটবল খেলোয়াড়, কে তিনি ?

।। প্রথম কলকাতা ।।

প্রতিবার বিশ্বকাপ জন্ম দেয় নতুন তারকার। প্রতিবার ভেঙে কত রেকর্ড। আর তৈরী হয় নতুন রেকর্ড ও। রেকর্ডের ভাঙা গড়া নিয়ে বিভিন্ন খেলা। এমন মজার ঘটনার সাক্ষী ফুটবল বিশ্ব। ভিন্ন দুই দেশের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন লুইস মন্টি। প্রথমবার আর্জেন্টিনার হয়ে ১৯৩০ সালে। দ্বিতীয়বার ইতালির হয়ে ১৯৩৪ সালে। ভিন্ন দুই দেশের হয়ে বিশ্বকাপে ৯ ম্যাচে তিনটি গোল করার রেকর্ড রবার্ট প্রসিনেকির দখলে। ১৯৯০ সালে যুগোস্লোভিয়া ও ১৯৯৮ এবং ২০০২ সালে ক্রোয়েশিয়ার হয়ে খেলে গোল করেছিলেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version