Satish Kaushik: সতীশ কৌশিকের মৃত্যুর প্রাথমিক তদন্তে নেই সন্দেহজনক বিষয়! পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় দিল্লি পুলিশ

।। প্রথম কলকাতা ।।

Satish Kaushik: বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সতীশ কৌশিক। অভিনেতা-পরিচালকের মৃত্যুর তদন্ত করছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গেছে, ৬৬ বছর বয়সী অভিনেতার মৃত্যুর প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক পরীক্ষায় জানা যায় যে তিনি হার্ট অ্যাটাকে মারা যান এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সতীশ কৌশিক দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন এবং সেখানেই তিনি অসুস্থবোধ করেন। এরপর অভিনেতাকে গুরগাঁওয়ের ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যারা সতীশ কৌশিককে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা যোগাযোগ করছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও সময় স্পষ্ট হবে। দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে পোস্টমর্টেম করা হবে। পোস্টমর্টেম শেষ হওয়ার পর আজ বিকেলে কৌশিকের মৃতদেহ মুম্বাইয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। তিনি স্ত্রী ও এক কন্যাকে রেখে গেছেন।

সতীশ কৌশিকের তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেষ পোস্টটি ছিল ৭ মার্চ মুম্বাইতে প্রখ্যাত গীতিকার-লেখক জাভেদ আখতার আয়োজিত বার্ষিক হোলি উদযাপনের ছবি।

তিনি দিনের বেলা কোথায় ছিলেন সে বিষয়ে পুলিশ এখনও তথ্য সংগ্রহ করছে। অভিনেতা সতীশ কৌশিককে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন তার ম্যানেজার সন্তোষ রাই। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, “তিনি রাত ১০:৩০ টায় ঘুমিয়েছিলেন। প্রায় ১২:১০ টার দিকে তিনি আমাকে ফোন করেছিলেন, শ্বাসকষ্টের কথা বলেছিলেন।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version