IND vs NZ: ‘পিচ আমাদের অবাক করে দিয়েছে,’ প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বললেন হার্দিক পান্ডিয়া

।। প্রথম কলকাতা ।।

 

শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন যে রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ “আমাদের অবাক করে দিয়েছিল”। রবিবার লখনউতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

 

ম্যাচের পর হার্দিক বলেন, “কেউ ভাবেননি যে উইকেট এমন খেলবে এবং দুই দলই অবাক। কিন্তু তারা এই বিষয়ে আরও ভালো ক্রিকেট খেলেছে এবং সে কারণেই ফলাফল এমন হয়েছে। প্রকৃতপক্ষে নতুন বলটি পুরানোটির চেয়ে বেশি টার্ন করছিল এবং যেভাবে এটি ঘুরছিল, যেভাবে বাউন্স করেছিল, তা আমাদের অবাক করে দিয়েছিল।”

 

ভারত হারলেও ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ওয়াশিংটন সুন্দর। ২৮ বলে ৫০ অনবদ্য ইনিংস খেলেন তিনি। স্বাভাবিকভাবেই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসা কুড়িয়েছেন ভারতের এই তরুণ অলরাউন্ডার। ভারত অধিনায়ক বলেন, “এটি একটি তরুণ দল এবং আমরা কেবল এটি থেকে শিখব। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াশিংটন যেভাবে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করেছেন তা দুর্দান্ত ছিল। আমাদের এমন একজন দরকার ছিল যে ব্যাট করতে পারে এবং বোলিং করতে পারে, আমাদের অনেক আত্মবিশ্বাস দেয় এবং এটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।”

Exit mobile version