Shreya Ghoshal Birthday: গলায় সুরের জাদু, গানে মুগ্ধ সঙ্গীতপ্রেমীরা! শুভ জন্মদিন শ্রেয়া ঘোষাল

।। প্রথম কলকাতা ।।

Shreya Ghoshal Birthday: যাঁর গান শুনলে ৯০ দশকের ছেলে মেয়ে থেকে শুরু করে বর্তমান প্রজন্ম মুগ্ধ হয়ে। যাঁর গলায় রয়েছে সুরের জাদু। বর্তমানে যত জন প্লেব্যাক সিঙ্গার রয়েছেন তার মধ্যে জনপ্রিয়তার নিরিখে একদম প্রথম সারিতে রয়েছেন শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal) । ১২ই মার্চ শ্রেয়া ঘোষালের জন্মদিন(Birthday)। শৈশব থেকে তাঁর ইচ্ছে ছিল নেপথ্য কণ্ঠশিল্পী হবেন। মাত্র চার বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। শুধু হিন্দি নয়, পাশাপাশি তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, বাংলা, নেপালি, গুজরাটি, মারাঠি , কন্নড়, পাঞ্জাবি, অসমীয়া সহ বহু ভাষায় গান গেয়েছেন। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তামিলনাড়ু এবং কেরালা থেকেও রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বেশ কয়েকবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। বলিউডের অসংখ্য সুপারহিট ছবিতে তিনি অসাধারণ সব গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি কয়েকটি টেলিভিশন সঙ্গীত অনুষ্ঠানের বিচারকের দায়িত্বেও তাঁকে দেখা গিয়েছে।

শ্রেয়া ঘোষাল ১৯৮৪ সালের ১২ই মার্চ জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদের বহরমপুরে। ছোট থেকেই গানের প্রতি ছিল প্রবল ঝোঁক। তাঁর মা তাকে তালিমে সাহায্য করতেন। শুরুর দিকে বাংলায় গান গাইলেও ধীরে ধীরে হিন্দি সহ অন্যান্য ভাষায় গান গাওয়া শুরু করেন। কোন গান গাইবেন অর্থাৎ গান বাছার ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেতন থাকেন। শোনা যায়, তাঁর রুচিতে বাধে এমন গান তিনি এখনো কোনদিনও গাননি, পরবর্তীতে হয়ত গাইবেনও না। ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সময় তাঁর পরিবারের সঙ্গে ছবি নানান ছবি শেয়ার করতে দেখা গিয়েছে।

শ্রেয়া ঘোষালের পছন্দের গায়ক সোনু নিগম, এমনটাই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। সর্বপ্রথম সারেগামাপার মঞ্চে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন। সেখানেই তাঁর প্রতিভা চোখে পড়ে বহু নামি পরিচালকের। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ছবি দেবদাসে তিনি প্রথমবার গান গান। শ্রেয়া ঘোষাল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ‘দেবদাস’ ছবির মাধ্যমে। আজও সেই ছবিতে গাওয়া ‘বৈরি পিয়া’ গানটি অত্যন্ত জনপ্রিয়। মাত্র ১৮ বছর বয়সেই পেয়েছেন জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার। যখন সারেগামাপা জেতেন তখন বয়স মাত্র ১৬ বছর। সেখান থেকে আজ পর্যন্ত তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

শ্রেয়া ঘোষাল শাস্ত্র সঙ্গীতে তুখোর হলেও পাশাপাশি পপ, ভজন, ক্লাসিক্যাল, গজল সহ বিভিন্ন ধরনের গান গান। বলিউড, টলিউডের পাশাপাশি দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতেও তুমুল তাঁর জনপ্রিয়তা রয়েছে। তিনি ব্যক্তিগত জীবনকে অত্যন্ত প্রাইভেট রাখতে ভীষণ ভালোবাসে, তবে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার পরিবারের সঙ্গে নানান ছবি শেয়ার করেন। শ্রেয়া ঘোষালের একটি ছেলে রয়েছে। জন্মদিনে শ্রেয়া ঘোষালকে অনেক অনেক শুভেচ্ছা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version