Gaatchora: ইতি পড়বে ঋদ্ধি-খড়ির প্রেমের কাহিনীতে! জোর জল্পনা টলিপাড়ার অন্দরে

।। প্রথম কলকাতা ।।

Gaatchora: নতুন সিরিয়ালের ধাক্কায় বন্ধ হচ্ছে একের পর এক পুরনো সিরিয়াল। এবার আরও একটি সিরিয়াল নাকি বন্ধ হওয়ার পথে! যদিও তার জনপ্রিয়তা দর্শকমহলে কম কিছু নয়। কিন্তু তাও শোনা যাচ্ছে তার পরিবর্তে নাকি আসতে চলেছে নতুন আরেকটি সিরিয়াল। সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে গাঁটছড়া (Gaatchora)! নাকি হচ্ছে সময়ের পরিবর্তন! নানা জল্পনা-কল্পনার মাঝে অন্দরমহলের খবর বলছে, এপ্রিল পর্যন্ত ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

‘আনন্দবাজার অনলাইন’-এর পক্ষ থেকে সিরিয়ালের নায়িকা শোলাঙ্কি রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ‘আমার কাছে এমন কোনও খবর নেই। এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হলে, আমরা সবার শেষেই জানতে পারি। তাই এই বিষয়ে কিছু বলতে পারব না এখনই’। খড়ি আর ঋদ্ধিমানের প্রেমের কাহিনী প্রথম থেকেই দর্শকদের মনে ধরেছিল। ‘মিঠাই’-এর (Mithai) সঙ্গে জোর টক্কর দিয়েছে এই ধারাবাহিক। প্রতি সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি নম্বর দেখার জন্য লুকিয়ে থাকত দর্শকরা। কিন্তু এখন প্রথম পাঁচেই নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না ধারাবাহিক।

তবে তাতে জনপ্রিয়তা খুব একটা কমেনি। খড়ি-ঋদ্ধির প্রেমের কাহিনীতে মজে দর্শক। কিন্তু এখন প্রশ্ন, সত্যি কি শেষ হয়ে যাবে সিরিয়াল? উত্তর দেবে সময়। স্টার জলসায় আসছে নতুন তিনটি ধারাবাহিক, ‘বালিঝড়’, ‘মেয়েবেলা’, ‘রামপ্রসাদ’। রূপা গঙ্গোপাধ্যায় ও স্বীকৃতি মজুমদারের ধারাবাহিক সম্প্রচারিত হবে সাড়ে ৭টায়। অন্যদিকে বাকি ২ মেগা কখন দেখানো হবে, তা নিয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। ‘গাঁটছড়া’ হয় ৭টার সময়। টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘গাঁটছড়া’র স্লটে আসতে পারে ‘বালিঝড়’। আবার অনেকে জানাচ্ছেন এপ্রিল পর্যন্ত বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু এখন এই নিয়ে কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি চ্যানেল কর্তৃপক্ষ। রেটিং কমে টিআরপি চার্টের সপ্তম স্থানে জায়গা হয়েছে ধারাবাহিকের। স্নিগ্ধা বসু এবং সানি রায়ের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ব্যানারে এবং সৌমেন হালদারের পরিচালনায় শুরু হয় এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে রয়েছেন শোলাঙ্কি রায় (Solanki Roy), শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী, গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রিয়াজ লস্কর। কিন্তু এবার শোনা যাচ্ছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version