।। প্রথম কলকাতা ।।
উৎকণ্ঠার অবসান ঘটালেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। শনিবার বলেছেন তিনি ভালো আছেন। শক্তিশালী, অনেক আশা অনুভব করছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসাবে বিবেচিত পেলে কোলন ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন ধরে। চলতি সপ্তাহের শুরুতে ফুসফুসে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয় ফুটবল সম্রাটকে। শরীর সাড়া না দেওয়া লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলারের সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা শুরু করে ফুটবলবিশ্ব।
সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে পেলে একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, “আমার বন্ধুরা, আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। অনেক আশা নিয়ে আমি শক্তিশালী এবং আমি যথারীতি আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। যে যত্ন পেয়েছি তার জন্য আমি সম্পূর্ণ মেডিক্যাল ও নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই।” পোস্টটিতে আরও বলা হয়, ‘ঈশ্বরের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে এবং সারাবিশ্ব থেকে ভালোবাসায় পূর্ণ বার্তা আপনাদের থেকে পেয়েছি তা আমাকে শক্তি জুগিয়েছে।” এমনকি বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখছেন বলেও জানিয়েছেন পেলে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকরা এক বিবৃতিতে বলেছেন, “পেলে গত ২৪ ঘণ্টায় কোনো অবনতি ছাড়াই চিকিৎসায় সাড়া দিচ্ছেন।” পেলে ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে তিনটি বিশ্বকাপ জিতেছেন এবং তিনি ২০ শতকের অন্যতম সফল এবং জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে, উজ্জ্বল ক্যারিয়ারে ১,২০০ টিরও বেশি গোল করেছিলেন।