Pele: চিরনিদ্রায় ফুটবল সম্রাট, রেখে গেলেন অগণিত কীর্তিমালা

।। প্রথম কলকাতা ।।

 

ইহলোকে পাড়ি দেওয়ার সময় বেছে নেওয়ার স্বাধীনতা হয়তো ঈশ্বর দিয়েছিলেন পেলেকে। নইলে তাঁর মৃত্যুটা তো কাতার বিশ্বকাপের সময়ই ঘোষণা করে দিয়েছলেন অনেকে। কিন্তু ফুটবল সম্রাট হয়তো বিশ্বকাপের আনন্দটা ম্লান করতে চাননি বলেই রয়ে গিয়েছিলেন। বিশ্বকাপের মঞ্চেই যে তাঁর রূপকথার গল্প লেখার শুরু। ফুটবল বিশ্ব যে তাঁকে চিনেছে বিশ্বকাপ দিয়েই। এই বিশ্বকাপেই গড়েছেন একাধিক রেকর্ড। আর তাই বিশ্বকাপের সময় কাঁদাতে চাননি ফুটবল বিশ্বকে। বিশ্বকাপ শেষ হতেই পাড়ি দিলেন তারাদের দেশে। সম্রাটের বিদায়ে কাঁদছে ফুটবল, অশ্রু ঝরছে ফুটবল বিশ্বের।

 

রেখে গেলেন বহু ইতিহাস, বহু রুপকথার গল্প আর একাধিক কীর্তি মালা। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ব্রাজিলের জার্সি গায়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল। এভাবেই গড়ে গেছেন একের পর এক রেকর্ড। নিজেকে তুলে নিয়ে গেছেন সাফল্যের চূড়ান্ত শিখরে। বিশ্বফুটবলে বেশ কিছু রেকর্ড গড়েছেন ফুটবল সম্রাট। যা ভাঙার সামর্থ্য এখনও হয়নি কারোর। চলুন দেখে নেওয়া যাক –

 

১) একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলদাতা: একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পেলের দখলে। ১৯৫৯ সালে স্যান্টোসের হয়ে ১২৭টি গোল করেন কিংবদন্তি ফুটবলার। এই তালিকায় পেলের পর দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। ২০১২ সালে ৯১টি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

 

২) বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক: ১৯৫৮ বিশ্বকাপের সেমিফাইনালে আন্তর্জাতিক ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন পেলে। তাঁর হ্যাটট্রিকের সুবাদে সেই ম্যাচে ফ্রান্সকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। মাত্র ১৭ বছর ২৪৫ দিন বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিকের নজির গড়েন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

 

৩) সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে অভিষেক ও জয় : ১৯৫৮ সালে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে অভিষেক হয় পেলের। ১৭ বছর ২৪৯ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে পদার্পণ হয় তাঁর। ফাইনালে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পান পেলে।

 

৪) ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল স্কোরার: আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলে। ফিফা স্বীকৃত ৯২টি ম্যাচে ৭৭টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। পাঁচ দশক ধরে রেকর্ডটি ছিল পেলের দখলেই। তবে গত কাতার বিশ্বকাপে পেলের সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার।

 

৫) সর্বোচ্চ বিশ্বকাপ জয় : ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলেছেন মোট চারটি বিশ্বকাপ। ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ সালে জিতেছেন তিনটি বিশ্বকাপ। বিশ্ব ফুটবলে পেলেই একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জয়ের নজির গড়েছেন।

 

৬) বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা: বিশ্বকাপের ইতিহাসে সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়ে গেছেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। সেইসময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন।

 

৭) সর্বোচ্চ গোলের রেকর্ড : ফিফার ওয়েবসাইট অনুযায়ী, ১,৩৬৬ টি ম্যাচে ১,২৮১ টি গোল করেছিলেন পেলে। অর্থাৎ প্রতি ম্যাচে গোলের হার ছিল ০.৯৪। তবে কয়েকটি গোল এসেছিল মিলিটারি সার্ভিস বা ফ্রেন্ডলি ম্যাচে।

Exit mobile version