।। প্রথম কলকাতা ।।
The Kashmir Files: এবার ২৩-এর অস্কারের জন্য শর্টলিস্ট করা হয়েছে দ্য কাশ্মীর ফাইলসকে। গত বছরের সবচেয়ে চর্চিত-সমালোচিত, জনপ্রিয় ছবি বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ভারত থেকে অস্কারে নির্বাচিত পাঁচটি চলচ্চিত্রের মধ্যে এটি একটি। এই সুখবরটি নিজে জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। পল্লবী জোশী, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার অভিনীত দ্য কাশ্মীর ফাইলস শর্টলিস্টেড হলে পরিচালক বলেন, ‘এই সবে শুরু। এখনও দীর্ঘ পথ চলা বাকি’।
১০ জানুয়ারি মঙ্গলবার, পরিচালক বেলা ১২টা নাগাদ নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানান। পোস্টে লেখেন, ‘দ্য কাশ্মীর ফাইলস অস্কার ২০২৩-এর জন্য শর্টলিস্টেড হয়েছে। দ্য অ্যাকাডেমির প্রথম লিস্টে এই ছবি শর্টলিস্টেড হল। ভারতের পক্ষ থেকে যে পাঁচটি ছবি এই লিস্টে জায়গা পেয়েছে, তার মধ্যে এটি একটি। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটি খুব ভালো বছর’। তাহলে কোন বিভাগে জায়গা পেয়েছে এই ছবি?
এই নিয়ে প্রশ্ন করেছেন একজন। যাকে জবাবে পরিচালক জানিয়েছেন, ‘সেরা অভিনেতা বিভাগে এই ছবির তিন জন অভিনেতা এবং একজন অভিনেত্রী নিজেদের জায়গা করে নিয়েছেন। সেরা অভিনেতার বিভাগে শর্টলিস্টেড হয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), অনুপম খের (Anupam Kher) ও দর্শন কুমার এবং সেরা অভিনেত্রীর বিভাগে নাম রয়েছে পল্লবী জোশীর। ওঁদের সবাইকে আশীর্বাদ করুন’। দ্য কাশ্মীর ফাইলস ছাড়া তালিকায় রয়েছে ঋষভ শেঠির ‘কান্তারা’, আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ও। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য আলিয়া ভাট এবং অজয় দেবগণ, কান্তারার জন্য ঋষভ শেঠি, কিশোর, Achyuth Kumar, সপ্তমী গৌড়া এবং মানসী সুধীর রয়েছেন। এরই পাশাপাশি রকেট্রির জন্য তালিকায় নাম রয়েছে শাহরুখ খান, আর মাধবন সহ আরও অনেকের। এক কথায় বলতে গেলে একসঙ্গে সেরা অভিনেতার তালিকায় অনেকেই শর্টলিস্টেড হয়েছেন। ‘Zoom tv’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. 🙏🙏🙏
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম