The Kashmir Files Controversy: ‘দ্য কাশ্মীর ফাইলস’ একটি ‘প্রচারধর্মী’ চলচ্চিত্র? কেন এমন দাবি করলেন পরিচালক নাদাভ?

।। প্রথম কলকাতা ।।

The Kashmir Files Controversy: ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত ও আলোচিত মুভি ‘দ্য কাশ্মীর ফাইলস’। গতকাল থেকে এই ছবি নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া জুরি প্রধান নাদাভ ল্যাপিড ছবির তীব্র সমালোচনা করেছেন। তিনি একজন ইজরায়েলি পরিচালক। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে ‘প্রচারধর্মী’ এবং ‘অশ্লীল’ চলচ্চিত্র বলে অভিহিত করেছেন। এরপর এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন নাদাভ। যদিও তাঁর মন্তব্য একান্তভাবে ব্যক্তিগত বলে জানানো হয় ইফির পক্ষ থেকে।

‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলিয় পরিচালক জানিয়েছেন, এই ধরনের মন্তব্য করা তাঁর জন্য সহজ ছিল না। তাঁর কথায়, তিনি অতিথি ছিলেন। এই ছবিটি নিয়ে মন্তব্য করার পর নিজেই বুঝতে পারেননি, যে বিষয়টি কোন দিকে এগোবে। তাঁর বক্তব্য, ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে তাঁর মন্তব্যের পরে অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। কিছুটা শঙ্কা মনের ভেতর নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু পরে স্বস্তি বোধ করেছেন।

প্রসঙ্গে পরিচালক বলেছেন, হলে হাজার হাজার মানুষ ছিলেন। সকলেই উৎসাহী ছিলেন। কিছু জন সরকারের পক্ষে ছিলেন। যে দেশগুলিতে সত্যি বলার ক্ষমতা দিন দিন হারিয়ে যাচ্ছে, সেখানে কাউকে তো আসল সত্যিটা সামনে আনতেই হবে। গতকাল থেকেই তাঁর মন্তব্য ঘিরে রীতিমত উত্তাল বিনোদন জগত। ছবি নিয়ে নাদাভের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী ও অনুপম খের। ছবিটির মধ্যে ‘ফ্যাসিস্ট ভাবনাচিন্তা’ রয়েছে বলে জানান নাদাভ। কিন্তু তাঁর এই কথাকে মানতে নারাজ বিবেক অগ্নিহোত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version