BCCI Women: খুব শিগগিরই ভারতীয় মহিলা দল পূর্ণাঙ্গ কোচিং স্টাফ পেতে চলেছে, জানালেন বিসিসিআই সচিব জয় শাহ

।। প্রথম কলকাতা ।।

BCCI Women: শিগগিরই সিনিয়র মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ সহ সাপোর্ট স্টাফের বিভিন্ন পদের জন্য বিজ্ঞাপন দেবে বিসিসিআই। ১১ এপ্রিল, মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) একথা নিশ্চিত করেছেন। রবিবার বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২২ সালের ডিসেম্বরে রমেশ পাওয়ারের পদ ত্যাগ করার পর থেকে প্রধান কোচ ছাড়াই ছিল। প্রধান কোচ ছাড়াই চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারতীয় মহিলা ক্রিকেট দল। পাওয়ারকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্থানান্তরিত করা হয় এবং এনসিএ কোচ হৃষিকেশ কানিটকর মহিলা দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন।

টি-টোয়েন্টি টুর্নামেন্টে হৃষিকেশ কানিটকার যেভাবে পরিচালনা করেছিলেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিন বিসিসিআই সচিব জয় শাহ একটি টুইটে বলেন, “আমরা শিগগিরই টিম ইন্ডিয়া (সিনিয়র মহিলা) সাপোর্ট স্টাফদের জন্য বিভিন্ন পদের জন্য বিজ্ঞাপন জারি করব। আমাদের খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে এবং মাঠে এবং বাইরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সহায়তা করার জন্য সেরা কোচদের নিয়োগ করা হবে।”

ভারতের মহিলারা ২০২২ সালে কমনওয়েলথ গেমসের ফাইনালে পৌঁছেছিল এবং গত বছর ওডিআই বিশ্বকাপে ফাইনালে না যাওয়ার হতাশা থেকে বেড়িয়ে এশিয়া কাপের শিরোপা জয় করে। বিসিসিআই উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণও আয়োজন করেছিল। চ্যাম্পিয়ন হয় যা মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত একটি ৫-দলের টুর্নামেন্টে রেকর্ড পরিবর্তন দেখা গেছে।

এদিকে, এপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরে বিসিসিআই মঙ্গলবার ভারতের ঘরোয়া মরসুম ২০২৩-২৪এর সময়সূচীও ঘোষণা করেছে। মহিলাদের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হবে সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ট্রফি দিয়ে। যা ১৯ অক্টোবর ২০২৩ থেকে ০৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version