।। প্রথম কলকাতা ।।
IPL 2023: ৩১শে মার্চ আহমেদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) রোমাঞ্চকর ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়েছে আইপিএলের ১৬তম সংস্করণের। ২০২৩ মরসুম আইপিএলে একটি নতুন যুগের সূচনা করেছে। ইমপ্যাক্ট প্লেয়ারের (Impact Player) নিয়ম, নো-বল এবং ওয়াইডের জন্য ডিআরএস (DRS) পর্যালোচনা যা টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেছেন, হার্দিক বলেন যে তিনি ম্যাচ শুরুর আগে টিম কম্বিনেশন সম্পর্কে অনিশ্চিত ছিলেন। শুক্রবার জয়ের পরে, পান্ডিয়া বলেন যে নতুন নিয়মটি দিনের শেষে তার কাজকে আরও কঠিন করে তুলেছে। অন্যদিকে ধোনি বলেন, তিনি অনুভব করেছিলেন যে ইমপ্যাক্ট প্লেয়ার টুর্নামেন্টে দলের জন্য একটি বিলাসিতা। ম্যাচ চলাকালীন, গুজরাট টাইটান্সের রান তাড়া করার সময় আমরা উভয় দলই বিকল্প তালিকা থেকে খেলোয়াড়দের আনতে দেখেছি।
টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হলেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপান্ডে। যিনি আম্বাতি রাইডুর জায়গায় মাঠে আসেন। কিন্তু তার রাতটা খুব একটা খুবএকটা সুখকর ছিল না। দেশপান্ডে ৩.২ ওভারে ৫১ রান দিয়ে একটি উইকেট দখল করেন। অন্যদিকে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় কেন উইলিয়ামসন চোট পাওয়ায় গুজরাট টাইটান্স এদিন পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। উইলিয়ামসনের জায়গায় সাই সুদর্শন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে এসেছিলেন। ১৭ বলে ২২ রান করে আউট হন তিনি।
এছাড়াও ডিআরএস রিভিউ চেন্নাই সুপার কিংসের ইনিংসে ছিল না। কিন্তু গুজরাট টাইটান্স রান তাড়া করার সময় ডিআরএস ব্যবহার করে। প্রথমে, গিল একটি রিভিউ চেয়েছিলেন যে ওভারে হ্যাঙ্গারগেকার দ্বিতীয় বাউন্সার দিয়েছিলেন এবং বিজয় শঙ্কর একটি ডেলিভারি ওয়াইডের জন্য রিভিউ নেন। তবে গুজরাটের দুটি ডিআরএস-ই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আশা করা হচ্ছে আগামী দিনে দলগুলিকে সঠিক রিভিউ পেতে দেখব এবং নিয়মটি সম্প্রতি সমাপ্ত উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩ (WPL 2023)-এর মতো সফল হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম