Jeet Birthday: জিৎ-র জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন, মনের কথা বলেই দিলেন টলিউডের সুপারস্টার

।। প্রথম কলকাতা ।।

Jeet Birthday: বাড়ির বাইরে তখন ভক্তদের থিকথিকে ভিড়। শুধু একটিবার সুপারস্টারকে দেখার অপেক্ষা পর্দা সরিয়ে অবশেষে তিনি এলেন। সে কী উচ্ছাস, বাঁধভাঙা উন্মাদনা হাসি দিয়ে মন জয় করে নিলেন ফ্যানদের। বাঙালি দর্শকের সঙ্গী হয়ে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন। কে বলবে ৪৬ বছর বয়স! মানুষ রিলিজের পর জিতের জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন। দ্বিতীয়বার বাবা হয়েছেন সেপ্টেম্বর মাসে। বৃহস্পতিবার জন্মদিন তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। কিন্তু তাতে কী আর অনুরাগীদের মন মানে।

সকাল থেকেই জিতের বাড়ির সামনে কাতারে কাতারে মানুষ। বারান্দায় পরিবারের সঙ্গে দেখা দেন টলিউডের সুপারস্টার। ভক্তদের সাথে কথা বলেন। পাশে তখন স্ত্রী ও মেয়ে দাঁড়িয়ে। ৪৬ বছর বয়সেও হিরোর গ্ল্যামার যেন উপচে পড়ছে। পরনে ছাই রঙা হুডি আর ডেনিমের হাফ জ্যাকেট সঙ্গে জিনস। মাইক হাতে বললেন, আপনারা প্রতি বছর এই দিনটায় এখানে আসেন। সেটা খুব স্পেশ্যাল, অনেক স্মৃতি রয়েছে। মানুষ ছবির টিজারে হিট সংলাপ শোনা গেল তাঁর মুখে। পরিবারের সাথে নীচে নেমে আসেন এরপর। ভক্তরা অনেকেই কেক এনেছিলেন সকলের সামনে দাঁড়িয়ে কেক কাটেন জিৎ।

বাণিজ্যিক ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু হয়েছিল জিতের। এখনও সেই ধারাই বজায় রেখেছেন তিনি। তাঁর সময়কার অন্য হিরোরা যখন অন্যান্য ঘরানার ছবিতে অভিনয় করছেন, সেই সময় জিৎ কমার্শিয়াল ছবির ধারা এখনও চালিয়ে যাচ্ছেন। নতুন অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেন জিৎ। নিজের প্রোডাকশন হাউসও খুলেছেন অভিনেতা। তরুণ প্রজন্মের বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছে যাঁরা সুযোগ পেলে হয়তো দুর্দান্ত কাজ করবে তাঁদের উপর বিশ্বাস রাখেন জিৎ।

টলিপাড়ায় ২০ বছর সম্পূর্ণ করেছেন জিৎ। কলকাতার ছেলে মুম্বই গিয়ে স্ট্রাগল করেছেন, দক্ষিণী ছবিতে সুপার ফ্লপ হয়ে ভেঙে পড়েছিলেন। তখনই জিতের ঝুলিতে আসে সাথী। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি সেই ছবি দিনের পর দিন হাউসফুল থেকেছে। আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। কালীঘাটের অবাঙালি পরিবারে বড় হওয়া। জিতু মদনানী থেকে সুপারস্টার জিৎ হওয়ার সফরটা সহজ ছিল না। অনেকেই হয়তো জানেন না, জিৎ অবাঙালি। সিন্ধি পরিবারে জন্ম। ছেলে-মেয়ে এবং সিনেমা, এই নিয়ে সুখের সংসার জিতের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version