পুরনোর রমরমা, এবার মুক্তি পাচ্ছে ‘খলনায়ক’, আসছে পার্ট ২!

।। প্রথম কলকাতা ।।

খলনায় রূপে পর্দায় ফিরতে চলেছেন সঞ্জু বাবা এমনই জল্পনা উসকে দিলেন পরিচালক সুভাস ঘাই। সঞ্জয় দত্ত যে এই সিনেমাটি করবেন তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন বর্ষিয়ান পরিচালক। সঞ্জয় দত্তর ‘খলনায়ক’ মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। ছবিটি ছিল সুপারহিট। ৬ অগস্ট ছবিটি মুক্তির ৩০ বছর পূর্ণ হয়েছে। আর তারই সেলিব্রশন উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ‘খলনায়ক’ ছবিটি আবারও ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান।

২০০১-এর ছবি গদর এক প্রেম কথা-র সিক্যুয়েলও ব্লকবাস্টার। তাই কি বক্স অফিস জয় করতে এবার পুরনো ছবিকে হলে ফেরানোর হিড়িক পড়েছে? সাম্প্রতি ছবিটা তাই বলছে। কিছুদিন আগেই জানা গিয়েছে গদর ২-র সফল্যের পর বর্ডার ২ আসছে। এমনকি সানির হিট ছবি ‘মা তুঝে সলম’-এরও সিক্যুয়াল আসছে। আর এবার পরিচালক সুভাষ ঘাই আনতে চলেছেন ‘খলনায়ক’।

প্রসঙ্গত, ‘খলনায়ক’-এ সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ৷ এদিকে ‘খলনায়ক’-এর সিক্যুয়েল আনার বিষয়ে সুভাষ ঘাই বলেন, খলনায়ক, কর্মা, সওদাগর এবং পরদেশ সবই আইকনিক ছবি। তাঁকে অনেক প্রযোজক এবং স্টুডিও এই ছবিগুলিকে পুনঃনির্মাণ করতে বা সিক্যুয়াল তৈরি করতে বলেছে। এবিষয়ে সুভাষ ঘাই বলেন, ‘যে কোনও দিন এই আইকনিক ছবি গুলির সিক্যুয়াল আসার কথা শুনতে পারেন। সুভাষ ঘাই জানান ‘গদর২-এর সাফল্যের পরে আমাকে অনেক মেসেজ পাঠিয়েছেন। জিগ্গেস করেছেন কেন আমি খলনায়ক ২ বানাচ্ছেন না? তাই এটি নিয়ে চিন্তাভাবনা করছি এবং আপনারা খুব শীঘ্রই সুখবর শুনতে পাবেন। এতে সঞ্জয় এবং একজন নতুন তারকা থাকতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version