।। প্রথম কলকাতা।।
Tasalima Nasrin: তসলিমা নাসরিনের ফেসবুক প্রোফাইলটি বর্তমানে একটি রহস্যে মোড়া বইয়ের থেকে কিছু কম হবে না। কারণ বিগত কয়েকদিন ধরে তিনি একের পর এক পোস্ট করে চলেছেন। আর সেই সমস্ত পোস্টগুলি নেটিজেনদের কাছে বড়ই অদ্ভুত বলে মনে হয়েছে। রবিবার রাতে লেখিকার আরও একটি পোস্ট (Social Media Post) বিভ্রান্তি বাড়ায় তাঁর অনুরাগীদের। দেখা যায় ওই পোস্টে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন চার থেকে পাঁচজন। তাঁরা অবশ্য ডাক্তার নন। ছবিটি দেখে মনে হচ্ছে তাঁরা তসলিমার পরিচিত এবং কাছের কিছু মানুষ।
পোস্টটির কমেন্টে বহু মানুষ জানার চেষ্টা করেছেন কী হয়েছে তসলিমা নাসরিনের। তবে স্পষ্টভাবে কোন কিছুই জানা যায়নি। রবিবার রাত ১০.২০ মিনিট নাগাদ ওই পোস্টটি করেন তিনি। ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসপাতালে চিকিৎসার জন্যই এসেছেন তিনি। বিগত কয়েকদিন ধরে তিনি আরও কিছু পোস্ট করছেন। যেমন শনিবার তিনি পোস্ট করেন, ‘ গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে’। এরপর রবিবার সকাল ৬.১১ মিনিট নাগাদ আবারও একটি পোস্ট করেন তিনি । লেখেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে’।
৬ জানুয়ারি তসলিমা তাঁর একটি বন্ধুর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন। তার ক্যাপশন দেখে স্পষ্ট বোঝা গিয়েছে, তসলিমা ৮ মাসে ৮০ কিলো থেকে কমিয়ে ৫২ কিলো ওজন করেছিলেন নিজের। কিন্তু পরবর্তীতে তড়িঘড়ি ওজন বাড়িয়ে তা ৫৬.৫ কিলো করেন। তিনি আরও কতগুলি পোস্ট করেন , যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু বক্তব্য লেখা ছিল । যেমন, ‘ বিশ্বব্রহ্মাণ্ডের কতকিছু জগত জীবনের কত কিছু অজানা রেখে আমাদের চলে যেতে হয় ! ‘
এছাড়াও তিনি রবিবার রাতেই কিছু নথিপত্র (Documents) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই নথিপত্রের মধ্যে একটি ছিল বডি ডোনার পকেট কার্ড (Body Donor Pocket Card)। ফেসবুকে লেখিকার এমন সারিসারি পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই কৌতুহলী হয়ে উঠেছেন অনুরাগীরা। তাঁরা জানার চেষ্টা করছেন কেন এমন পোস্ট করে চলেছেন লেখিকা ? তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন ? নাকি অন্য কোনো কারণ রয়েছে। যদিও তসলিমা নাসরিন এই বিষয়ে কিছুই খোলসা করেননি। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকেও এই সম্বন্ধে তো কোন তথ্য পাওয়া যায়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম