।। প্রথম কলকাতা ।।
লাল ও হলুদ কার্ডের ব্যবহার আমরা ফুটবল ম্যাচে বরাবর দেখে এসেছি। কিন্তু সাদা কার্ড এর গুরুত্ব জানেন কি ? ফুটবলের ইতিহাসে প্রথম বার এই ঘটনা ঘটেছে চলতি বছরেই। কোন ম্যাচে ঘটেছে এমন ঘটনা? পর্তুগালে বেনফিকা বনাম স্পোর্টিং লিসবনের মহিলা দলের খেলায় এই ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন কেন দেখানো হল এই নতুন কার্ড?
মাঠে এক ফ্যান আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে দুই দলের মেডিক্যাল স্টাফরা ছুটে এসেছিলেন তাঁর চিকিৎসা করার জন্য। এই ঘটনা দেখার পরেই পর্তুগিজ রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখান। ফুটবলে এই সাদা কার্ডের অর্থ হল, খেলার মূল্যবোধকে আরও বাড়ানো। স্পোর্টসম্যান স্পিরিটকেও সেই সঙ্গে গুরুত্ব দেওয়া। বেনফিকা ও লিসবন খেলতে নামলেও তারা যে একজনের শারীরিক অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তার প্রশংসা করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্যই এই সাদা কার্ড দেখানো হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম