Bengali Serial TRP: নতুন বছরে প্রথম ‘অনুরাগের ছোঁয়া’, সেরা ১০-এ জায়গা নিল কোন ধারাবাহিক?

।। প্রথম কলকাতা ।।

Bengali Serial TRP: নতুন বছরের শুরুতে এসে গিয়েছে পরীক্ষার ফলাফল। ২০২৩-এর প্রথম টিআরপি তালিকা (TRP Chart) এসে গিয়েছে সামনে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জানা যায় জনপ্রিয়তার নিরিখে কোন ধারাবাহিক কত নম্বর পেয়েছে। নিঃসন্দেহে বছরের শুরুতেই চমক দেখা গিয়েছে টিআরপি চার্টে। বিগত কয়েক মাস ধরে দ্বিতীয় আর তৃতীয় স্থানে থাকার পর এবার শীর্ষে জায়গা করেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূর্য-দীপা মুখোমুখি হতেই পারদ চড়েছে ধারাবাহিকের। চড়চড় করে বাড়ছে দর্শকের সংখ্যা। আর তাতেই সোজা টপে চলে এসেছে ‘স্টার জলসা’র এই ধারাবাহিক। তবে বিগত এতদিন ধরে শীর্ষে থাকা ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) কত নম্বর স্থানে রয়েছে? চিন্তার কোনও কারণ নেই। পরবর্তীতেই রয়েছে ‘জি বাংলা’র এই ধারাবাহিক। পয়েন্ট ৪-এর ফারাক রয়েছে দুই ধারাবাহিকের মধ্যে। অন্যদিকে তিনে রয়েছে ‘গৌরী এলো’ (Gouri Elo)। নতুনদের মাঝে তাহলে ‘মিঠাই’-এর স্থান কোথায়?

এক নজরে সেরা ১০-

১. অনুরাগের ছোঁয়া (৮.৯)

২. জগদ্ধাত্রী (৮.৫)

৩. গৌরী এলো (৮.১)

৪. খেলনা বাড়ি (৭.৯)

৫. পঞ্চমী, বাংলা মিডিয়াম (৭.৭)

৬. নিম ফুলের মধু (৭.৪)

৭. গাঁটছড়া, আলতা ফড়িং (৭.১)

৮. মিঠাই (৭.০)

৯. রাঙা বউ (৬.১)

১০. সাহেবের চিঠি, এক্কা দোক্কা, হরগৌরী পাইসোটেল (৫.৯)

‘নন প্রাইম টাইম’-এ গিয়েও ‘মিঠাই’-এর (Mithai) ম্যাজিক অব্যাহত রয়েছে। গত ৪ জানুয়ারি দু’বছরে পা রাখল ‘মিঠাই’। এদিকে পঞ্চম স্থান দখল করেছে একসঙ্গে দু’দুটো নতুন ধারাবাহিক, ‘পঞ্চমী’ (Panchami) ও ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। ষষ্ঠ স্থান রয়েছে ‘নিম ফুলের মধু’। আগে মনে হচ্ছিল নতুনদের সঙ্গে পেরে উঠবে না পুরোনো ধারাবাহিক। কারণ ধারাবাহিকের কাহিনী এমন দেখানো হয়েছিল যে তা দেখে মনে হয়েছিল, পুরান ধারাবাহিকগুলি পেরে উঠবে না। কিন্তু এখন মনে হচ্ছে পুরানদের সঙ্গে পেরে উঠবে না নতুনরা। তবে টিআরপি চার্টে হামেশাই অদল-বদল হতে থাকে। বলা যায় না, চলতি বছরের শুরুতে যাঁরা আগে রয়েছে, বছর শেষে তাঁদের টিকিটও হয়তো পাওয়া যাবে না টিআরপি চার্টে। এদিকে চলতি সপ্তাহে শুরু হয়েছে ‘জি বাংলা’র নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’। আগামী সপ্তাহে টিআরপি চার্টের কোনও না কোনো স্থানে জায়গা হবে এই ধারাবাহিকের। যদিও প্রাইম টাইম পায়নি তাও, আশা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version