সমর্থকদের মুখেও তামিম না থাকার আক্ষেপ, পাক বধের আশায় টাইগাররা

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ মানেই এক অন্য আবহ। যুদ্ধং দেহী মেজাজ তো থাকবেই। পাশাপাশি দুইদলের মধ্যে মর্যাদার লড়াইয়ে জেতার বাড়তি তাগিদ কাজ করে। যদিও চলতি বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স একবারে তথৈবচ। টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে পাক দলের। বাংলাদেশের অবস্থা তো আরও খারাপ। টানা পাঁচ ম্যাচে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন হয়েছে সাকিবদের। ধারাবাহিক খারাপ পারফরম্যান্স কোথাও যেন বিমর্ষতার চাদর বিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের উপর। সঙ্গে যোগ হয়েছে দলের অন্তর্কলহ। মুখ ফিরিয়ে নিয়েছেন সমর্থকরাও।

বিশ্বকাপে এই খারাপ ফলের জেরে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভবনা কম বাংলাদেশের। এই পরিস্থিতিতে সাকিব আল হাসান চাইছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই এদিন পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচের আগে সমর্থকদের মুখে শোনা গেল দলে তামিম ইকবাল না থাকার আক্ষেপ। সত্যিই তো একজন অভিজ্ঞ ব্যাটারকে দলের বাইরে রেখে দল সাজানোর খেসারত দিতে হচ্ছে টাইগারদের। এমনটাই মনে করছেন সমর্থকরা।

বিশ্বকাপ শুরুর আগে তামিম ইকবালকে নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছিল তার প্রভাবে অস্বস্তিতে পড়েছিল দল। হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেন তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে দলে ফেরেন তিনি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেলেও, জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। যা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে উঠেছিল বিতর্কের ঝড়। সমালোচনার তীর গিয়েছিল সাকিবের দিকে। বিশ্বকাপে দলের সঙ্গে সঙ্গে বাংলাদেশ অধিনায়কের হতশ্রী পারফরম্যান্স সমর্থকদের আস্থাভাজন হয়েছেন। তবে পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের সমর্থকরা। সবকিছু ভুলে প্রিয় দলের জন্য গলা ফাটাতে ইডেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমর্থকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version