Taslima Nasrin: ‘দক্ষতার কাঁধে বসে থাকে ‘কপাল’ নামক দুষ্ট পাখি’, আর কী লিখলেন তসলিমা?

।। প্রথম কলকাতা।।

Taslima Nasrin: কাতার বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এমনকি বিশ্বকাপের ঝড়ে গা ভাসিয়েছে বিনোদন জগতের তারকারাও। ইন্ডাস্ট্রি ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন দলে। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ পর্তুগাল, কেউ ফ্রান্স। সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। পৌঁছেছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো, ফ্রান্স- এই চার দল। ব্রাজিল সেমিফাইনালে জায়গা করতে না পারায়, কার্যত ভেঙে পড়েছেন ফুটবল প্রেমীরা। এদিকে খেলার সঙ্গে ভাগ্যকে মিলিয়ে একটি লম্বা পোস্ট করেছেন তসলিমা নাসরিন।

ফেসবুকে লেখিকা লেখেন, ‘আমি কপালে বিশ্বাস করি না। কিন্তু কিছু কিছু সময় বিশ্বাস করি। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার মান মোটামুটি একই। ক্রোয়েশিয়া আর নেদারল্যান্ডের গোলকিপার কেউ কারোর চেয়ে কম দক্ষ নয়। অথচ ট্রাই বেকারে আর্জেন্টিনা উতরে গেল, ব্রাজিল পারল না। এটা যদি কপাল না হয়, তবে কী?’ এরপরই তসলিমা লেখেন, ‘আমাদের জীবনেও একই খেলা দেখি। একই মানের লেখা লিখে বা গান গেয়ে বা ছবি এঁকে কেউ পুরস্কার পায়, কেউ পায় না। কেউ আবার খারাপ পারফরম্যান্স করে কপাল গুনে জয়ী হয়। আর কেউ আবার ভালো পারফরম্যান্স করেও কপাল দোষে পিছিয়ে পড়ে। খেলা তো খেলা নয়, খেলা আমাদের জীবনের প্রতিচ্ছবি’।

এক কথায় ব্রাজিলের না পারাকে ভাগ্যের ফের বলতে চেয়েছেন বিতর্কিত এই লেখিকা। প্রায় সময়ই নানা বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন তিনি। এবার খেলার এই দিকটি তিনি তুলে ধরেছেন সকলের সামনে। তাঁর কথায়, ছোট ছোট কালো-শ্যামলা লোকগুলো জগতের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েও, লম্বা-চওড়া অর্ডিনারি সাদা খেলোয়াড়দের কুপোকাত করতে হিমশিম খাচ্ছে। তাঁরা কখনও কখনও হাল ছেড়ে দিলেও, ইউরোপিয়ানরা কখনোই হাল ছাড়তে রাজি নয়। এই হাল না ছাড়ার ব্যাপারটি, এই আত্মবিশ্বাসের ব্যাপারটি, দাঁতে দাঁত চেপে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ব্যাপার এই বিশ্বকাপে কারও নজর এড়াচ্ছে না। সবার দক্ষতা রয়েছে, দক্ষতার কাঁধে বসে থাকে কপাল নামক এক দুষ্ট পাখি। পাখিটি বড় ওড়াওড়ি করে।

লেখিকার সোজা-সাপটা কথা, বিশ্বকাপে যাঁরা খেলছেন সবাই দক্ষ। কিন্তু কপালের জোরে কেউ সেমিফাইনালে পৌঁছতে পেরেছে, কেউ পারেনি। দক্ষতার ওপরেও রয়েছে কপাল নামের একটি পাখি। লেখিকার পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘কপালের নাম গোপাল’। সত্যি বলতে কি, ফুটবলের মতো এত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলার দুর্বল দিক হলো টাইব্রেকার। এর বিকল্প খুঁজে বের করা দরকার। প্রায় সকলেই তসলিমা নাসরিনের পোস্টে সহমত জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version