Indian Cricket: এক ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগের ইতি! হতভাগ্য এই ভারতীয় খেলোয়াড়রা

।। প্রথম কলকাতা ।।

Indian Cricket: নিজের দেশের হয়ে খেলার স্বপ্ন কোন স্পোর্টসপার্সন এর থাকে না বলুন তো ? সুযোগ পেলেও কেউ টিকে যান আবার কেউ কেউ হারিয়ে যান অগোচরেই। আজ সেইরকমই কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা করবো। যার ভারতীয় দলে একবার সুযোগ পেলেও সেটাই প্রথম এবং শেষ, এমনটাই মনে করা হচ্ছে। আদেও আগামীদিনে তারা সুযোগ পাবে কিনা সেটাই এখন দেখার। চলুন জেনেনেওয়া যাক সেই তালিকায় কারা কারা রয়েছেন ?

২০০১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় অলরাউন্ডার ইকবাল সিদ্দিকীর। অভিষেক ম্যাচে উইকেটও নিয়েছিলেন। রান করেছিলেন মাত্র ২৪। তারপর থেকে আর সুযোগ মেলেনি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ২০১৫ সালে জাতীয় দলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সুযোগ মেলে শ্রীনাথ অরবিন্দের। তার বছর কয়েক আগে ওডিআই সিরিজেও মিলেছিল সুযোগ। এরপর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে টি-টোয়েন্টিতে সুযোগ পান তরুণ স্পিনার মায়াঙ্ক মার্কণ্ডে। সেই একটি ম্যাচই দেশের জার্সিতে খেলেন মায়াঙ্ক। ফের কোনওদিন খেলার সুযোগ পাবেন কীনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রথম শ্রেনির ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের জেরে ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে সুযোগ মেলে ফৈজ ফয়জল। আর সেটি ছিল জাতীয় দলের প্রথম ও শেষ ম্যাচ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version