Yash Nusrat: নুসরত পর্বের ইতি? দু’বছর কাটতে না কাটতেই নতুন প্রেম! কার জন্য রোমান্টিক পোস্ট যশের?

।। প্রথম কলকাতা ।।

Yash Nusrat: দু’বছর কাটতে না কাটতেই নতুন প্রেম? ফের ঝড়ের ইঙ্গিত নুসরতের জীবনে কি হল হঠাৎ এইতো সব ঠিক ছিল, তাহলে?‌ নুসরতকে ভুলে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন যশ? কার জন্য রোমান্টিক বার্তা দিলেন অভিনেতা?

যশের একটা পোস্টেই কি তালকাটার ইঙ্গিত রয়েছে? উত্তর খুঁজছেন নেটিজেনরা নুসরত আর যশের সম্পর্কের কথা কারোর অজানা নয়। তাদের সম্পর্ক নিয়ে হয়েছে নানান জলঘোলা। তবে তারা যে সম্পর্কে আছেন তা সকলেরই জানা। এই পরিস্থিতিতে যশের একটি পোস্টে চিন্তায় ভক্তরা।

বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন যশ। সেখানে বলিউড ছবিতে কাজ করছেন তিনি। শীঘ্রই করবেন ডেবিউ। অন্যদিকে কলকাতায় রয়েছেন নুসরত। নিজের কাজ নিয়ে ব্যস্ত। টলিউডের এই দুই নায়ক-নায়িকার হাঁড়ির খবর জানার জন্য মুখিয়ে থাকেন আমজনতা।

প্রথমে অবশ্য তারা একে অপরের শুধুমাত্র সহ অভিনেতা ছিলেন এখনো পর্যন্ত একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন যশ নুসরত তাদের পরকীয়া সম্পর্ক নিয়ে ঝড় বয়ে গেল মুখে কুলুপ এটে রেখেছিলেন দুজনেই তবে চরম সমালোচনার মুখে পড়েও একে অপরের হাত ছাড়েননি যশ নুসরত। এখন অবশ্য সেসব দিন অতীত।

যশের প্রথম পক্ষের ছেলে এবং নিজের ছেলে ঈশানকে নিয়ে সুখের সংসার নুসরতের। ইন্ডাস্ট্রি সুখী কাপেল হিসেবেই পরিচিত যশ একসঙ্গে প্রায়শ দেশ-বিদেশে ঘুরতে যান তারা। সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দিব্যি টের পাওয়া যায় তাদের সুখের জীবনযাপন কিন্তু যশের সাম্প্রতিক পোস্টে সবকিছুই যেন তছনছ হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

আসলে সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন যশ। কানে ইয়ার পড গুজে জানলা দিয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে তিনি তবে নজর টেনেছে তার পোস্টের ক্যাপশনটি লিখেছেন, “তোমার যদি একা লাগে জানবে আমি এখানে তোমার অপেক্ষায় রয়েছি”

উল্লেখযোগ্য বিষয় হলো ক্যাপশনে কারোর নাম উল্লেখ করেনি অভিনেতা, আর তাতেই বেড়েছে নেট নাগরিকদের সন্দেহ। তোমার বলতে কাকে বোঝাচ্ছেন যশ? কেউ কেউ বলছেন তিনি হয়তো নুসরতকেই বলতে চেয়েছেন। আবার অনেকে মনে করছেন নতুন প্রেমে পড়েছেন অভিনেতা।

আগামীতে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে যশ ও নুসরত কে। তবে যশের এই রহস্যজনক বার্তার কারণ সময় হলেই বোঝা যাবে বলে অনেকে আশা করছেন। যশের এই পোস্টের পর তার ভক্তরা নানান কমেন্ট করেছেন। কেউ তাকে শক্ত থাকতে বলেছেন তো কেউ তার আগামী দিনের কাজের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version