Mithai Last Day Shoot: শেষ হল মিঠাই! অন্তিম পর্বেও চমক দিল মোদক পরিবার

।। প্রথম কলকাতা ।।

Mithai Last Day Shoot: শেষ হয়েও যেন হল না শেষ ৯ জুন সন্ধ্যেয় শেষবারের মতো টিভির পর্দায় দেখলেন মিঠাইকে শেষবেলায় কোন চমক দিল মিঠাই পরিবার? গান গাইলেন উচ্ছেবাব। অন্তিম এপিসোডে আদ্রিতের প্রিয় কৌশাম্বিকে দেখা গেল না কেন? না গল্প এখানেই শেষ নয়। আসল টুইস্ট এখনও বাকি রয়েছে। সুখে দুখে মিষ্টিমুখে গত আড়াই বছর ধরে বাঙালি সিরিয়ালপ্রেমিদের প্রিয় হয়ে উঠেছিল মোদক পরিবার। অবশেষে ইতি পড়ল সেই জার্নিতে। শেষবেলাতেও একঝাঁক চমক রইল সিদ্ধার্থ-মিঠাইয়ের তরফে।কী কী ঘটল শেষপর্বে?

মিঠাইয়ের ডান হাত বাদ দিতে হবে চিকিৎসকের মুখে একথা শুনে বুক কেঁপে ওঠে উচ্ছেবাবুর। মিঠাই যখন অপারেশন থিয়েটারে কেবিনে বসেই ছেলে-মেয়েকে নিয়ে প্রার্থনা চালিয়ে যায় সিদ্ধার্থ। পরে ডাক্তারবাবু জানান মিরাকেল ঘটেছে , মিঠাইয়ের হাত বাঁচানো গিয়েছে। গানেই মিঠাইরানিকে ওয়েলকাম জানাল
দাদাই-ঠাম্মি-সহ পরিবারের বাকি সদস্যরা। নিপা-রুদ্র, শ্রীতমা-রাতুল, সোম-তোর্সা
জুটির দেখা মিললেও গায়েব থাকল কৌশাম্বি। তবে ঠিক কোন কারণে শ্রীনন্দাকে পর্দায় দেখা গেল না তা জানা যায়নি।

গল্প এখানেই শেষ নয়, আসল টুইস্ট এখনও বাকি রয়েছে। যেমনটা লেখিকা কথা দিয়েছিলেন, একটা বৃত্ত সম্পূর্ণ করেই শেষ হল মিঠাই আর তার উচ্ছেবাবুর গল্প। প্রথম সাক্ষাৎ-এ শালপাতার বাটিতে মনোহরা হাতে দাঁড়ানো মিঠাইয়ের দিকে চোখ গোলগোল করে সিদ্ধার্থ বলেছিল- আই হেট সুইটস, মিষ্টি দেখলে আমার বমি পায়। তবে এদিন নিজের হাতে মনোহরা খেল সিদ্ধার্থ মোদক। বরের কাণ্ড দেখে নিজেকে চিমটিই কাটল মিঠাইরানি। হাঁ গোটা মোদক পরিবার। এরপরই বউকে বুকে টেনে নিল সিদ্ধার্থ আর সবাই বলে উঠল জয় গোপাল। এটাই সিরিয়ালের শেষ সংলাপ। শেষফ্রেমে সকলকে একসঙ্গে গ্রুফফি তুলতে দেখা গেল।

প্রায় আড়াই বছরের জার্নি শেষ হল মিঠাইয়ের। উচ্ছেবাবু আর মিঠাই রানির গল্প শেষের খবরেই মন খারাপ হয়েছিল দর্শকের। শেষ দিনের শুটিংয়ে ভিড় উচছে পড়ে অুরাগাদের। একবার মিঠাইয়ের দেখা পাওয়ার আশায়। উপহারে সৌমিতৃষার ঘর ভরে গিয়েছে। শ্যুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন সিদ্ধার্থ মোদক ওরফে মিঠাইয়ের উচ্ছেবাবু। ফ্যানদের অনুরোধে গানও গান। শেষের দিকে অবশ্য টিআরপি অনেকটাই নীচে নেমে গিয়েছিল মিঠাইয়ের। কিন্তু দর্শকদের ভালবাসা ফিকে হয়নি এতটুকুও। মিঠাইয়ের শেষ দুদিনের শুটিংয়ে ভারতলক্ষ্মী স্টুডিওতে ছিল উপচে পড়া ভিড়, যা কিনা কোনো বাংলা সিরিয়ালের ক্ষেত্রে প্রথম। সোশ্যাল মিডিয়ায় অগুনতি ফ্যানপেজ, ভালবাসার জোয়ারে ভেসেছেন সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায় সহ অন্যরা।শেষ হয়েও মিঠাই যেন শেষ হয়নি। টেলিভিশনের পর্দায় আর মোদক পরিবারকে দেখা যাবে না ঠিকই, কিন্তু দর্শকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ইউটিউবে। সেখানে ভাইরাল সিরিয়ালের সর্বপ্রথম এপিসোড। অনেকেই লিখেছেন, মিঠাইয়ের শেষ পর্ব দেখেই আবার প্রথম পর্ব দেখতে এসেছেন তারা। কারণ মিঠাই ছাড়া জীবন ভাবতেই পারছেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version