অধরা আইসিসি ট্রফি, জিততে পারেননি এই ৫ অধিনায়ক

।। প্রথম কলকাতা ।।

বিশ্ব ক্রিকেটে কিছু এমন অধিনায়ক আছেন যারা একদিনের ক্রিকেট নিজের দলকে একাধিকবার জেতালেও তাদের অধিনায়কত্বে তাদের দল কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। চলুন জেনে নেওয়া যাক কারা কারা আছেন এই তালিকায় ?

উইনিং পার্সেন্টেজ বিশ্বের মধ্যে অধিনায়ক হিসেবে দ্বিতীয় শ্রেষ্ঠ হলেন বিরাট কোহলি। কিন্তু এত ভালো রেকর্ড থাকা সত্বেও বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত কোনো আইসিসি ট্রফি জেতেনি।

২০০৩ থেকে ২০১১ পর্যন্ত ১৫০টি ওডিআই খেলেছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা। তিনি জিততে পারেননি আইসিসি ট্রফি।

তার নেতৃত্বে ১০৩ টি একদিনের ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স জিততে পারেননি আইসিসি ট্রফি।

শ্রীলঙ্কার জাতীয় দল ১৩৯ টি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অংশ নেয় মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে। তবুও তাঁর কাছে অধরা আইসিসি ট্রফি।

তাঁর নেতৃত্বে পাকিস্তান ৯০ টি একদিনের ম্যাচে খেলেছিল। সেই ইনজামাম উল হকের অধিনায়কত্বে জিততে পারেননি আইসিসি ট্রফি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version