cyber crime: সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি পোস্ট করলেই বিপদ? আলিয়া – অনুষ্কা শর্মার মত সতর্ক হন

।। প্রথম কলকাতা ।।

cyber crime: একাধিক বলি তারকারা বাবা মা হয়েছেন। তাঁদের বাড়িতে নতুন অতিথি এসেছে। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, ২০২২ সাল- ২০২৩, যাঁরা বাবা মা হয়েছেন সেই তালিকাটা বেশ লম্বা। কিন্তু সেই স্টার কিডদের ছবি দেখাতে ঘোর আপত্তি। কিন্তু কেন? এই বিষয়গুলো বলি তারকাদের থেকে শিখতে হবে আপনাকেও।

আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। দিনের মধ্যে বেশ খানিকটা সময় সোশ্যাল মিডিয়ায় (Social Media) কাটে বেশিরভাগেরই।জানেন সেখানেই ছোটদের জন্য প্রতি পদে ঝুঁকি রয়েছে? দিনটা ছিল২০২২- র, ৬ নভেম্বর। সেই দিন রণবীর কপুর ও আলিয়া ভাটের জীবনে এসেছে তাঁদের একমাত্র কন্যা রাহা কপুর (Alia Bhatt Baby)। লক্ষ্মীর আগমনে তারকা দম্পতির জীবনের সুখ একেবারে কানায় কানায় পরপূর্ণ।

কপুর পরিবারের নতুন সদস্যের আগমনের পরেই মেয়ের নাম ও ছবি দেখার জন্য অদীর আগ্রহে অপেক্ষা করেছে রণলিয়া জুটির অগুনতি ভক্ত। মেয়ের জন্মের মাসখানেক পর নাম প্রকাশ্যে আনলেও রাহার মুখ এখনও আড়ালেই রাখতে চান নিউলি পেরেন্টস রণবীর কপুর ও আলিয়া ভাট (Ranvir – Alia)।

দেখতে দেখতে দুই বছর পার। দুইয়ে পা মেয়ে ভামিকার (vamika)। সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে ক্যামেরার সামনে না আনার কথা সমাজমাধ্যমে বলেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (virat-anushka)। সে কথা মাথায় রেখে মেয়ের মুখ দেখাননি বটে, তবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে মেয়ের ছবি শেয়ার করতে পিছপা হননি।

সন্তানের নতুন নতুন ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে থাকেন তাঁরা। কিন্তু সন্তানের সম্পর্কে সব কিছু মোটেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়। এতে তাদেরই বিপদ হতে পারে। সন্তানের কোন কোনও বিষয়ে পোস্ট অনলাইনে দিলে সমস্যা হতে পারে তা জেনে নিন। সন্তানের ছবি ও তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে দিলে সহজেই তারা সাইবার ক্রাইমের (cyber crime)আওতার মধ্যে চলে আসতে পারে।

আপনার বা আপনার সন্তানের ঠিকানা কখনোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। এই সব ছবি খারাপ হাতে পড়ে অসাধু কাজে ব্যবহৃত হতে পারে। আপনার সন্তান যতই ছোট হোক না কেন, ওর কোনও পোশাকহীন ছবি ভুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। পোশাক পরিবর্তন করার ছবিও দেওয়া যাবে না।সন্তানের রাগারাগি বা কান্নাকাটি করার ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা অনেক লাইক (like) পেতেই পারে। কিন্তু মনে রাখবেন ওরা ছোট হলেও অপমান বোধ ওদেরও রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version