KIFF: পর্দা পড়ল চলচ্চিত্র উৎসবের, কোন ছবি পেল সেরার পুরস্কার?

।। প্রথম কলকাতা ।।

KIFF: গতকাল অর্থাৎ ২২ ডিসেম্বর ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম (Paoli Dam), ইশা সাহারা (Ishaa Saha)। চলতি বছর রবীন্দ্র সদনে চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর অনুষ্ঠান শেষে সকল কলা-কুশলীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।

বিগত এক সপ্তাহে শহরের দশটি পেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ১৮৩টি ছবি। তালিকায় নাম ছিল ওপার বাংলার বেশ কয়েকটি ছবিরও। আর এবারে সবচেয়ে বড় পুরস্কার পেল ওপার বাংলার ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ (Kura Pokkhir Shunye Ura) ছবিটি। চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা এটি। এই ছবিটি এক কৃষকের সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এদিকে ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেরা ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি- প্রত্যয় ঘোষের ‘ম্যায় মেহমুদ’ (Mein, Mehmood)। সেরা ভারতীয় তথ্যচিত্র- নেহা শর্মার ‘Nybreum-The Unsettled Shad’। ভারতীয় ভাষার সেরা ছবির বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড- ইন্দ্রাণীর ‘ছাদ’ এবং ববি শর্মা বরুয়ার ‘সিকাইসাল’। এছাড়া-

‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরষ্কার জিতে উচ্ছ্বসিত ছবির পরিচালক মুহাম্মদ কাইয়ুম। ‘প্রথম আলো’ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমি যে কতটা খুশি হয়েছি, তা বলে বোঝানো যায় না। ভাষা হারিয়ে ফেলেছি। এটা চার বছরের সাধনার ফল। সেরা পুরস্কার পাব এটা কখনোই ভাবতে পারিনি। কৃতজ্ঞ কলকাতার কাছে। আমার ভালোবাসার শহর এই কলকাতা। এটি আমার প্রথম ছবি, আর পুরস্কারও প্রথম। ভালো থাকবেন কলকাতার সকল ছবিপ্রেমীরা’।

১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা পড়ল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই উৎসব। এদিন হাজারো করতালির মাঝে শেষ হয়েছে তা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version