Rinku Singh: তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও অনিশ্চিত রিঙ্কু!

।। প্রথম কলকাতা ।।

Rinku Singh: ক্যারিয়ারের শুরুতেই সকলের নজর কেড়েছেন রিঙ্কু সিং। ফিনিশার হিসাবে প্রথমে আইপিএলে এবং তারপর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখিয়ে দিয়েছেন কতটা বিপজ্জনক হতে পারেন তিনি। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। যেকোন ক্রিকেটারই দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। ব্যতিক্রম নন ভারতের রাইজিং স্টার রিঙ্কু সিংও। চোখে একরাশ স্বপ্ন নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন রিঙ্কু। আর সেই পথ যে অতটাও সহজ নয় তা ভালোমতোই জানেন ভারতের এই তরুণ তারকা।

ভারতের প্রাক্তন পেস বোলার আশীষ নেহরা মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে রিঙ্কুর সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। তিনি রিঙ্কুর ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম দাবিদার এই কেকেআর ব্যাটার। তবে নেহরা মনে করেন ভারতের প্রথম একাদশে ঢুকতে গেলে এখনও যথেষ্ট পরীক্ষা দিতে হবে রিঙ্কুকে। বিশ্বকাপ এখনও অনেকটাই দূরে রয়েছে। তার আগে তাকে অনেক লড়াই করতে হবে। তাঁর স্বপ্নের পথে অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। আসলে রিঙ্কু সিং একজন মিডিল অর্ডার ব্যাটার। ভারতীয় দলে যেখানে ব্যাটিং করেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো তারকা ব্যাটাররা। তাই তাদের টপকে প্রথম একাদশে জায়গা করে নেওয়া রিঙ্কুর জন্য অনেকটাই কঠিন বলে মনে করেন আশীষ নেহরা।

এখনও পর্যন্ত দেশের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু সিং। যার মধ্যে ৫টি ইনিংসে ১৯৭ স্ট্রাইক রেটে রিঙ্কু করেছেন ১৭৪ রান। তাঁর সর্বোচ্চ রান ৪৬, রয়েছে ১৬টি চার ও ১১টি ছক্কা। রিঙ্কুর ব্যাটিং বিক্রমে মুগ্ধ আশীষ নেহরাও। ভারতের প্রাক্তন পেসার বলেন রিঙ্কু দুর্দান্ত ব্যাটিং করছেন। তাঁর উপর সকলের নজর রয়েছে। প্রতিপক্ষ বোলারদের উপর বিপজ্জনক হয়ে উঠছেন। তবে এখনও অনেকটা সময় রয়েছে বিশ্বকাপের। পাশাপাশি দেখতে হবে ১৫ সদস্যের দলে আর কতগুলো জায়গা ফাঁকা রয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। তারপরই আইপিএল। রিঙ্কুকে যে এখনও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

রিঙ্কুও যে ছাড়বার পাত্র নন। স্বপ্ন সফলের পথে একাধিক বাধা অতিক্রমের অদম্য লড়াই যে তার রক্তে। তিনি জানেন লড়াই কিভাবে করতে হয়। একটা সময় পরিবারের আর্থিক কারণে ক্রিকেট খেলাটাই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ক্রিকেট খেলার জন্য তিনি ঝাড়ুদারের কাজ করতেও পিছপা হননি। আজ তিনি টিম ইন্ডিয়ার প্রাণভ্রমরা হয়েছেন অদম্য লড়াইয়ের জোরেই। আসন্ন আইপিএলেও রিঙ্কুর উপর আস্থা রেখেছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এখন দেখার সমর্থকদের আস্থা কতটা পূর্ণ করতে পারেন ভারতের এই রাইজিং স্টার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version