অ্যাশেজের তৃতীয় টেস্টে বদলে গেল স্টাম্পের রং, কেন জানেন?

।। প্রথম কলকাতা ।।

হেডিংলেতে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিন দেখা গেল স্টাম্পের রং আলাদা। প্রতিটি স্টাম্পের নীচে রামধনু রং। কেন বদল হল স্টাম্পের রং? প্রতি বছর জুলাই মাসে রেনবো লেসেস ক্যাম্পেন করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের সমর্থনে এই প্রচার করা হয়। সেই সময় ইংল্যান্ড জুড়ে যে সব ম্যাচ হয় সেখানে স্টাম্পের নীচের দিকে রামধনু রং থাকে। ইংল্যান্ডের ক্রিকেটারদের হাতে রামধনু রঙের সুতো বেঁধে দেওয়া হয়। চাইলে সেটা পরে অবশ্য কোনও ক্রিকেটার না-ও খেলতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version