Projapoti: তৃতীয় সপ্তাহেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘প্রজাপতি’, কত টাকা ব্যবসা করল ছবি?

।। প্রথম কলকাতা ।।

Projapoti: ২৩ ডিসেম্বর মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ (Projapoti)। টানা তিন সপ্তাহ ধরে দুর্দান্ত ব্যবসা করেছে ছবি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিকের চরিত্রে ছবিতে অভিনয় করেছেন দেব। অন্যদিকে মিঠুনকে (Mithun Chakraborty) দেখা গিয়েছে দেবের বাবার চরিত্রে। দুই অভিনেতার দুর্দান্ত কেমেস্ট্রি পছন্দ হয়েছে সিনেমা প্রেমীদের। আর তারই প্রতিচ্ছবি নজরে আসছে বক্স অফিসে। দীর্ঘদিন পর কোনও বাংলা ছবি এত ভালো ব্যবসা করেছে। তাহলে কত কোটি ব্যবসা করল এই সিনেমা?

‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অজন্তা সিনেমা হলের মালিক শতদীপ সাহা বলেছেন, তিন সপ্তাহ পর ‘প্রজাপতি’র বক্স অফিস কালেকশন ৭.০১ কোটি টাকা। প্রথম সপ্তাহে ছবিটি ২.১৭ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ২ কোটি ৮৫ লাখের কাছাকাছি হয়েছিল। তৃতীয় সপ্তাহে ১ কোটি ৯৯ লাখ। হিসেব অনুযায়ী, প্রথম দুই সপ্তাহে বেশি ব্যবসা করেছে ‘প্রজাপতি’। তবে মুভি ট্রেড অ্যানালিস্টদের দাবি, তৃতীয় সপ্তাহে ব্যবসা কমলেও দু’কোটি করে বিগত এই কয়েক সপ্তাহে আয় করা কমটিখানি কথা নয়।

প্রতিবেদন অনুযায়ী, নবীনা সিনেমা হলের মালিক বলেছেন, ‘দেব-মিঠুন (Dev-Mithun) অভিনীত ছবি খুব ভালো ব্যবসা করে চলেছে। দর্শকদের খুবই পছন্দ হয়েছে ছবিটি। সকলেই সিনেমার প্রশংসা করেছেন। বাংলা ছবি ভালো ব্যবসা করলে, ভালোই লাগে’। ‘জি ২৪ ঘন্টা’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ছবির জন্য WBFJA অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা (পপুলার) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। ওই একই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর জন্য আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ‘কিশমিশ’-এর জন্য দেব, ‘রাবণ’ ছবির জন্য জিৎ। কিন্তু ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতাদের হারিয়ে অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন মিঠুন। এই ছবি নিয়ে বিতর্ক ছিল একাধিক। নন্দনে জায়গা পায়নি এই ছবি। কিন্তু সমস্ত বিতর্ক-সমালোচনাকে হাটিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে প্রজাপতির বিজয়রথ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version