Neil Chatterjee: ‘রিল’ আর ‘রিয়েল’-এর পার্থক্য বোঝালেন অভিনেতা, প্রকাশ্যে ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Neil Chatterjee: সিনেমা বা সিরিয়ালে নায়ক ভিলেনকে মারলে আমরা সিটি মারি। কিন্তু সেই মারামারির দৃশ্য শ্যুট করার আগে অনেক কাঠ-খড় পোড়াতে হয় অনেক। যাকে আমরা বলি ‘বিহাইন্ড দ্য সিন’। টিভির পর্দায় আমরা শুধুমাত্র একটা গল্প বা কাহিনীকে ফুটে উঠতে দেখি। কিন্তু সেই গল্প বা কাহিনীকে আমাদের সামনে তুলে ধরার পেছনে থাকে অনেক পরিশ্রম। আর এক কথায় এই ‘রিল’ ও ‘রিয়েল’-এর পার্থক্যকে বেশ ভালোমতো বুঝিয়েছেন অভিনেতা নীল চ্যাটার্জি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘খেলনা বাড়ি’র একটি ছোট ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যাতে শ্যুটিংয়ের পেছনের কাহিনী বেশ‌ ভালো মত বোঝা গিয়েছে।

নীলকে এই মুহূর্তে জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এদিন অভিনেতা যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে ধারাবাহিকে কলির সুইসাইডের সিন শ্যুট করা হচ্ছে। আর অভিনেত্রীকে একটি রডের সাহায্যে ঝুলতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর ঝোলার দৃশ্য টিভির পর্দায় দেখা গেলেও, তিনি কীভাবে ঝুলছেন সেটা দেখা যায় নি। সেখানে দেখা গিয়েছে টুল থেকে সরে গিয়েছে কলির পা, আর তাঁকে বাঁচানোর চেষ্টা করছে সবাই। ধারাবাহিকে দেখা গিয়েছে সকলের এই দৃশ্য দেখে প্রতিক্রিয়া। আর তারপরেই অভিনেতা ‘রিল’ আর ‘রিয়েল’কে খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন।

ভিডিওটি শেয়ার করে তিনি নিজেও লিখেছেন, ‘Reel & Real’। ‘জি বাংলা’র অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘খেলনা বাড়ি’। চলতি সপ্তাহের টিআরপি চার্টে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। মুখ্য ভূমিকায় এখানে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও বিশ্বজিৎ ঘোষ। ইন্দ্র ও মিতুলের চরিত্রে দেখা যাচ্ছে এই দুই তারকাকে। তাঁদের রসায়ন দর্শকদের বেশ মনে ধরেছে। আর এই সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নীল চ্যাটার্জি। এদিন সিরিয়ালের একটি টুকরো অংশ সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা। তাঁর ভিডিওর নিচে কেউ মন্তব্য করেছেন, ‘এভাবে শ্যুটিং হয় বুঝি!’ যদিও সেই ব্যক্তি মজার ছলে বলেছেন কিনা জানা নেই।

আবার কেউ মন্তব্য করেছেন, ‘সত্যি বলতে সিরিয়ালটা কোনদিন দেখিনি। কিন্তু শুনেছি খুব ভালো হয়। গতকাল কলেজ ফেরত হঠাৎ টিভিতে চোখ পড়ল, দেখলাম মা দেখছে। ঠিক তখনই সকলের অভিনয় আর ভালোবাসা দেখে মন ভরে গেল। তখন থেকেই সিদ্ধান্ত নিই সিরিয়ালটা এবার আমিও দেখব’। আবার কেউ লিখেছেন, ‘এভাবে হাটে হাড়ি ভেঙোনা। অনুভূতি কমে যায়’। কেউ আবার বলেছেন, ‘এক একটা সিন করতে কত কষ্ট করতে হয়। টেকনিশিয়ান, ডিরেক্টর, আর্টিস্ট সবারই পরিশ্রম জড়িয়ে থাকে একটা সিনের পেছনে। ধন্যবাদ এটি শেয়ার করার জন্য’। এদিন অভিনেতার ভিডিও দেখে অনেকেই বুঝেছেন, একটা ধারাবাহিকের টুকরো টুকরো সিন তৈরি করার পেছনে কতগুলো মানুষের খাটনি জড়িয়ে থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version