Anna Harris: আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করলেন ২৪ বছর বয়সী এই আম্পায়ার

।। প্রথম কলকাতা ।।

কেপটাউনে মহিলা টি-২০ বিশ্বকাপের শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন আনা হ্যারিস। আইসিসির বড় টুর্নামেন্টে দায়িত্ব পালনকারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ আম্পায়ার হলেন তিনি। এদিন ম্যাচের এর আগে ২০২০ সালে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালনকারী দক্ষিণ আফ্রিকার লরেন এজেনব্যাগ হলেন সর্বকনিষ্ঠ আম্পায়ার।

 

আনা ইওলান্ডা হ্যারিস একজন ইংরেজ ক্রিকেট আম্পায়ার এবং ক্রিকেটার। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ইংল্যান্ডের বাকিংহামশায়ারে জন্মগ্রহণ করেন। হ্যারিস ২০২০ সালে শীর্ষ-স্তরের ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন এবং ২০২১ সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক মহিলাদের ওয়ানডে সিরিজে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য তিনি সর্বকনিষ্ঠ আম্পায়ার হয়েছিলেন।

 

এছাড়াও তিনি ওয়েলস, বাকিংহামশায়ার এবং বার্কশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আনা হ্যারিস বর্তমানে কার্ডিফ ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে অধ্যয়নরত এবং একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসাবে কাজ করছেন।

Exit mobile version