।। প্রথম কলকাতা ।।
T20 World Cup 2024: শনিবার বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে ১৭ বছর চ্যাম্পিয়ন হল রোহিতবাহিনী। এই জয়ে গত বছর ওয়ানডে বিশ্বকাপ না পাওয়ার ক্ষতে প্রলেপ দিল বিরাট-রোহিতরা। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর কেটে গিয়েছে ১৭টা বছর। সেইবার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ভারত। তারপর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির মুখ দেখেনি ভারত।
পরে বিরাট কোহলি ভরতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মাও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতকে। এবার সবকটি ম্যাচ জিতেই ফাইনালে পা রেখেছে ভারত। যদিও গত ওডিআই বিশ্বকাপেও সব ম্যাচ জিতেই ফাইনালে পৌঁছেছিল রোহিতবাহিনী। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও সবকটি ম্যাচ জিতে ফাইনালে পা রাখে। উল্লেখ্য, ১৯৭৫ থেকে এক দিনের বিশ্বকাপ এবং ২০০৭ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনও প্রতিযোগিতার ফাইনালেই উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দৌড় শেষ হয়েছে সেমিফাইনালে গিয়েই। এবার ফাইনালে পৌঁছেও ট্রফি অধরাই থেকে গেলো প্রোটিয়াদের কাছে। দক্ষিণ আফ্রিকার বহু প্রতিভাবান দল সাড়া জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে। ‘চোকার্স’ তকমা বহু দিন আগে থেকেই তাঁদের গায়ে লেগে। সেই তকমা মোছার সুযোগ পেয়েও তা ঘোচাতে পারল না ডি কক, মার্কারামরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম