Australian Open 2023: ইউক্রেনের অভিযোগে রাশিয়া এবং বেলারুশের পতাকা নিষিদ্ধ করল টেনিস অস্ট্রেলিয়া

।। প্রথম কলকাতা ।।

 

অস্ট্রেলিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূতের অভিযোগের পর মেলবোর্ন পার্কে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের সময় ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশনিচেঙ্কো টেনিস কোর্টের পাশে একটি রাশিয়ান পতাকা ঝুলিয়ে দেখানো ছবি শেয়ার করেছেন, যেখানে ইউক্রেনের কাতেরিনা বেন্ডল সোমবার তার প্রথম রাউন্ডের ম্যাচ খেলছিলেন।

 

টুইটারে মাইরোশনিচেঙ্কো লিখেছেন, “আজ অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনীয় টেনিস খেলোয়াড় কাতেরিনা বেন্ডলের খেলা চলাকালীন আমি রাশিয়ার পতাকা প্রকাশ্যে প্রদর্শনের তীব্র নিন্দা করছি।আমি টেনিস অস্ট্রেলিয়াকে অবিলম্বে তার ‘নিরপেক্ষ পতাকা’ নীতি কার্যকর করার আহ্বান জানাই।”

মঙ্গলবার টেনিস অস্ট্রেলিয়া দুই দেশের পতাকা নিষিদ্ধ করার বিষয়টি স্বীকার করে এবং নিজেদের প্রতিক্রিয়া জানায়। টেনিস অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানায়, “অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া এবং বেলারুশের পতাকা নিষিদ্ধ করা হয়েছে।”

 

বিবৃতিতে আরও জানানো হয়, “আমাদের প্রাথমিক নীতি ছিল যে ভক্তরা আনতে পারে কিন্তু ব্যাঘাত ঘটাতে ব্যবহার করতে পারে না। গতকাল আমাদের একটি ঘটনা ঘটেছিল যেখানে কোর্টের পাশে একটি পতাকা লাগানো হয়েছিল। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়। টেনিস উপভোগ করার জন্য সম্ভাব্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় এবং আমাদের ভক্তদের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

 

গত বছর উইম্বলডন থেকে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে দেশের পতাকা ব্যবহার না করে প্রতিযোগিতা করার অনুমতি দেওয়া হয়েছিল।

Exit mobile version